• Breaking News

  পরিসংখ্যান ৬ – অলিম্পিক্সে ম্যাসকট

  রাইট স্পোর্টস ডেস্ক

  rio mascot

  সরকারিভাবে অলিম্পিক্স ম্যাসকটের জন্ম হয়েছিল শীতকালীন গেমসে। ১৯৬৮ সালে গ্রেনোবল-এ। প্রথম ম্যাসকটের নাম ছিল শুস। গ্রীষ্মকালীন গেমসে তার পরের বার, ১৯৭২ মিউনিখ অলিম্পিক্স থেকে। প্রথম ম্যাসকটের নাম ছিল ওয়ালডি। তারপর থেকে প্রতিবারই এক বা একাধিক ম্যাসকট থেকেছে অলিম্পিক্সের আসরে।

   

   

   
  সালশহরম্যাসকট
  ১৯৭২মিউনিখওয়ালডি
  ১৯৭৬মন্ট্রিলআমিক
  ১৯৮০মস্কোমিশা
  ১৯৮৪লস অ্যাঞ্জেলিসস্যাম
  ১৯৮৮সোলহোদোরি
  ১৯৯২বার্সেলোনাকোবি
  ১৯৯৬আটলান্টাইজি
  ২০০০সিডনিওলি, সিড, মিলি, ফ্যাটসো
  ২০০৪আথেন্সআথেনা, ফেভোস
  ২০০৮বেজিংফিশ, জায়েন্ট পান্ডা, অলিম্পিক ফ্লেম, টিবেটান অ্যান্টেলোপ, সোয়ালো
  ২০১২লন্ডনওয়েনলক
  ২০১৬রিওভিনিসিয়াস

   

  No comments