• Breaking News

  অলিম্পিকের মানচিত্র থেকে বিদায় ‘গোল্ড-ফিশ’

  [caption id="attachment_1384" align="alignleft" width="300"]বিদায় অলিম্পিক। নতুন জীবনের দিকে মাইকেল ফেল্পস। ছবি— টুইটার বিদায় অলিম্পিক। নতুন জীবনের দিকে মাইকেল ফেল্পস। ছবি— টুইটার[/caption]

  রাইট স্পোর্টস ডেস্ক
  ২০০৪ সাল থেকে ২০১৬ সালের পারফরম্যান্স গ্রাফ যদি বানানো হয়, তালিকার শীর্ষে থাকবে চিন, আমেরিকা, রাশিয়া, গ্রেট ব্রিটেন সহ আরও সাত দেশ।
  তালিকায় বারোতম দেশের নাম কী? মাইকেল ফেল্পস!
  আথেন্স থেকে শুরু। রিওতে এসে শেষ। ২৩টা সোনা। ৩টে রুপো। ২টো ব্রোঞ্জ। সব মিলিয়ে, ২৮টা পদক। সোনার এমন প্রাচুর্যের জন্যই তো অলিম্পিক দুনিয়া নতুন নাম দিয়েছে ফেল্পসের, ‘গোল্ড-ফিশ’!
  শুধু রিওতেই ৫টা সোনা তাঁর নামের পাশে। ৮০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ডও করেছেন। ফেল্পস শুরুটা করেছিলেন সোনা দিয়ে, শনিবার ভোর রাতে শেষটাও করলেন ৪x১০০ মিটার মিডলে রিলেতে সোনা দিয়ে। আর তার পর অলিম্পিকের ইতিহাসে সোনার নিরিখে সর্বকালের সেরা অ্যাথলিট ফেল্পস বলেছেন, ‘২০২০ সালে টোকিও অলিম্পিকে আমি থাকব, তবে অন্য ভূমিকায়। এ বারের আমার সরে যাওয়ার সময় এসেছে।’
  লন্ডন অলিম্পিকের পর সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ফেল্পস। আবার ফিরে এসেছেন রিওতে। আমেরিকান সুইমার বলেছেন, ‘যদি অবসরের কোনও চুক্তিপত্র থাকত, তা হলে আমি এখনই তাতে সই করে দিতাম। আর ফিরছি না, আর ফিরছি না।’
  শনিবার যখন টিম বাস থেকে নেমে শেষ বার পুলে যাচ্ছিলেন নিজের রিলেতে নামতে যাচ্ছিলেন, কী চলছিল মাথায়? ফেল্পস বলেছেন, ‘শেষ বার নামব পুলে, শেষ বার ওয়ার্মআপ করব। শেষ বার অগণিত জনতার সামনে দেশের হয়ে নামব। ভেবেই চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল।’
  রিওতে নিজের পারফরম্যান্স নিয়ে তাঁর ব্যাখ্যাও মিলেছে। বলেছেন, ‘লন্ডনে আমি যে রকম ফর্মে ছিলাম, এ বার তার থেকেও অনেক ভালো ছন্দে পেয়েছি।’
  সোনার পাহাড় পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছেন অলিম্পিকের চ্যাম্পিয়ন ফেল্পস। নতুন জীবনের দিকে!

  No comments