• Breaking News

  মহম্মদ আলি আর পেলের মতো আমিও গ্রেটেস্ট‌: বোল্ট

  [caption id="attachment_1471" align="alignleft" width="300"]bolt আমিই সর্বকালের সেরা, এটাই কি বলছেন বোল্ট[/caption]

  রাইট স্পোর্টস ডেস্ক

  সদ্য শেষ হয়েছে রেসটা। দু’হাত মেলে গ্যালারির দিকে তাকিয়ে হাসতে হাসতে তাঁর ঘোষণা, ‘আয়াম দ্য গ্রেটেস্ট।’

  সর্বকালের সেরা হওয়ার লক্ষ্য নিয়েই নেমেছিলেন রিও অলিম্পিকে। সেই স্বপ্নপূরণের খুব কাছে দাঁড়িয়ে উসেইন সেন্ট লিও বোল্ট। ১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনাটা জিতে নিলেন খুব সহজেই। সেমিফাইনালে যে সময়ে দৌড়েছিলেন, সেই ১৯.৭৮ সেকেন্ডেই জিতলেন সোনা। রুপো জিতলেন কানাডার আন্দ্র ডি গ্রাসি (২০.০২), ব্রোঞ্জ ফ্রান্সের ক্রিস্টোফ লেমায়েত্রের (২০.১২)।

  রিও অলিম্পিকের আগে বোল্টের ঘোষণা ছিল, নিজের ২০০ মিটারের (১৯.১৯ সেকেন্ড) বিশ্বরেকর্ডটা ভাঙার চেষ্টা করবেন। তা অবশ্য হয়নি। যা নিয়ে বোল্টের পাল্টা প্রশ্ন, ‘গ্রেটেস্ট প্রমাণ করার জন্য আমাকে আর কী করতে হবে?’ সঙ্গে জুড়েছেন, ‘মহম্মদ আলি, পেলের মতো গ্রেটেস্ট হওয়ার জন্যই এই রিওতে এসেছিলাম। এই অলিম্পিকের পর ওঁদের সরণিতেই রাখতে হবে আমাকে।’

  ২৯ বছরের জামাইকান সেই যে বেজিং থেকে শুরু করেছেন স্বপ্নের দৌড়, এখনও কেউ হারাতে পারেননি তাঁকে। আগামী বছর লন্ডনের বর্ষপূর্তি রেসে শেষ বার দেখা যাবে তাঁকে হয়তো। অন্তত নিজে সে রকমই বলেছেন। বোল্টের কথায়, ‘যে সময়ে ২০০ মিটার রেসটা শেষ করেছি, তাতে আমি মোটেও খুশি নই। কিন্তু সোনাটা আমাকে তৃপ্তি দিয়েছে। লন্ডনে যে লক্ষ্য নিয়ে আমি এসেছিলাম, সেটা প্রায় বাস্তব করে ফেলেছি।’ সঙ্গে তিনি বলেছন, ‘এই স্পোর্টটাকে আমি জনপ্রিয় করে করেছি। লোকে আমাকে দেখতে ভালোবাসে। এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে?’

  No comments