• Breaking News

  রিওতে ভারতের পদক সম্ভাবনা - সেরা বাজি শুটিং

  রাইট স্পোর্টস ডেস্ক  জিতু রাই-এর কাছে শুটিংয়ে পদকের আশা ভারতের[/caption]

  ১২ ইভেন্টে নামবেন ভারতীয় প্রতিযোগীরা। এই ১২ বিভাগে অনেকগুলি পদকের আশা ভারতীয়দের। অভিনব বিন্দ্রা সোনা জিতেছিলেন ২০০৮ অলিম্পিকে। মাঝে ২০১২ অলিম্পিকে কিছু পাননি। এবারই শেষ অলিম্পিক, আরও একটি পদক জিতে অবসর নিতে আগ্রহী বিন্দ্রা। ঠিক যেমন গগন নারাংও। ব্রোঞ্জ জিতেছিলেন লন্ডনে। পদকের রং পাল্টাতে চাইছেন। বিশ্ব শুটিংয়ে যথেষ্ট সফল গগনের দিকেও তাকিয়ে থাকবে ভারত। মেয়েদের ক্ষেত্রে হিনা সিধুর কাছে অন্তত একটি পদকের আশা। এছাড়াও আছেন জিতু রাই, যাঁকে নিয়ে অনেক আশা। ভারতীয় শুটাররা বিশ্ব প্রতিযোগিতায় এখন বেশ ভাল ফল করেন, নিয়মিতই। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেশি। রিওতে অলিম্পিক্স শেষে এই শুটিং থেকেই ভারত সবচেয়ে বেশি পদক ঘরে তুললে অবাক হওয়ার কিছু থাকবে না।

  পুরুষ (৯)

  অভিনব বিন্দ্রা (১০ মি এয়ার রাইফেল)

  কিনান শেনয় (ট্র্যাপ)

  মাইরাজ আহমেদ খান (স্কিট)

  প্রকাশ নানজাপ্পা (৫০ মি পিস্তল)

  গগন নারাং (১০ মি এয়ার রাইফেল, ৫০ মি রাইফেল প্রোন, ৫০ মি রাইফেল থ্রি পোজিশনস)

  জিতু রাই (১০ মি এয়ার পিস্তল, ৫০ মি পিস্তল)

  চৈন সিং (৫০ মি রাইফেল প্রোন, ৫০ মি রাইফেল থ্রি পোজিশনস)

  গুরপ্রীত সিং (১০ মি এয়ার পিস্তল, ২৫ মি র‍্যাপিড ফায়ার পিস্তল)

  মানবজিৎ সিং সাঁধু (ট্র্যাপ)

  মহিলা (৩)

  অপূর্বি চান্দেলা (১০ মি এয়ার রাইফেল)

  অয়নিকা পাল (১০ মি এয়ার রাইফেল)

  হিনা সিধু (১০ মি এয়ার পিস্তল, ২৫ মি পিস্তল)

  No comments