• Breaking News

  বাগানে নতুন বিদেশি আফগান আমিরি

  [caption id="attachment_1416" align="alignleft" width="289"]বাগানে প্রথম দিন আফগানিস্তানের ফুটবলার জোহেব আমিরি। ছবি— মোহনবাগান ফ্যানাটিকসের সৌজন্যে বাগানে প্রথম দিন আফগানিস্তানের ফুটবলার জোহেব আমিরি। ছবি— মোহনবাগান ফ্যানাটিকসের সৌজন্যে[/caption]

  রাইট স্পোর্টস ডেস্ক
  ড্যানিয়েল সিবর্নের বদলি বিদেশি ঢুকে পড়ল বাগানে। মুম্বই এফসি, ডেম্পো ও ডিএসকে শিবাজিয়ান্সে খেলা আফগান ডিফেন্সিফ মিডফিল্ডার জোহেব ইসলাম আমিরিকে নিচ্ছে মোহনবাগান।
  সিবর্নে যাওয়ার পর কিছুটা চাপেই পড়ে গিয়েছিলেন কোচ-কর্তারা। কলকাতা লিগে ছোট টিমগুলোর সঙ্গে আপাতত খেললেও মহামেডান, ইস্টবেঙ্গল ম্যাচ সামনে। স্কটিশ ড্যারেল ডাফি টিমকে টানছেন ঠিকই, কিন্তু বড় টিমগুলোর সঙ্গে খেলার জন্য শুধু তাঁর উপর ভরসা করা কঠিন। তাই তড়িঘড়ি আমিরিকে নেওয়া হল। সোমবার সন্ধেতে এসে গিয়েছেন শহরে। মঙ্গলবার সকালে বাগানের প্র্যাক্টিসে নেমে পড়েছেন আফগানিস্তান জাতীয় টিমের ফুটবলার।
  ২০১১ সালে মুম্বই এফসিতে খেলতে এসেছিলেন আমিরি। সেখানে তিনটে মরসুম খেলার পর ডেম্পোতে চলে যান ২৬ বছরের আফগান ফুটবলার। গত বছর আইএসএলে এফসি গোয়ার হয়েও খেলেছেন ৯টা ম্যাচ। জিকোর টিমের সাফল্যের পিছনে আমিরির ছিল যথেষ্ট অবদান। সেই কারণেই তাঁকে নেওয়া হল। আফগানিস্তানের জাতীয় টিমের হয়ে ৫৫টা ম্যাচও খেলেছেন। ৫টা গোলও রয়েছে আমিরির।
  প্র্যাক্টিসে আমিরিকে দেখে ভালোই লেগেছে কোচ শঙ্করলাল চক্রবর্তীর। কলকাতা লিগে মোহনবাগানের পরের ম্যাচ ১৮ অগাস্ট ভবানীপুরের বিরুদ্ধে। বৃহস্পতিবার ম্যাচের আগে তাঁকে সই করিয়ে নেওয়ার ভাবনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের। ভবানীপুর ম্যাচেই নতুন আফগান ডিফেন্সিভ মিডিওকে মাঠে নামিয়ে দিতে চাইছে বাগান।

  No comments