• Breaking News

  রিওর পর বোল্টের বিয়ে দেবেনই মা জেনিফার

  রাইট স্পোর্টস ডেস্ক

  [caption id="attachment_1387" align="alignleft" width="300"]bolts mother রিওর পর বোল্টের বিয়ে দেবেন মা জেনিফার। ছবি - টুইটার[/caption]

  বহু বার বলেছেন, বিয়ে করে সংসারি হতে। কিন্তু কে শোনে কার কথা! যত বারই উঠেছে বিয়ের প্রসঙ্গ, কোনও না কোনও অছিলায় এড়িয়ে গিয়েছেন। এ বার মা ছাড়তে নারাজ। বিয়ে দেবেনই ছেলের!

  মা কে? - জেনিফার।

  আর ছেলে? - বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট!

  সারা পৃথিবীতে যেমন হয়, বোল্ট-পরিবারেও তেমন। দীর্ঘ দিন ধরে বোল্টের পিছনে পড়ে রয়েছেন মা জেনিফার। রিও অলিম্পিকের পর আর কোনও বাহানা শুনতে চান না। যতই তিনি ট্র্যাকের সম্রাট হোন, বাড়িতে মায়ের কাছে তো ছেলেই। আর মা এবার উঠেপড়ে লেগেছেন, বোল্টকে সংসারি করবেনই।

  রিওতে ‘ট্রিপল-ট্রিপল’এর জন্য নেমেছেন বোল্ট। সোনার হ্যাটট্রিক হলে কিংবদন্তির পর্যায়ে চলে যাবেন স্পিডস্টার। ছেলের স্বপ্নপূরণ হোক, যেমন চান, নিজের ইচ্ছেও পূরণ করতে চান জেনিফার। বলেছেন, ‘বহু বার ওকে বলেছি, এ বার বিয়ে কর। সংসারি হও। ছেলেপুলে হোক। কিন্তু কে শোনে কার কথা। যত বার বলেছি, কোনও না কোনও ভাবে এড়িয়ে গিয়েছে। রিওর পর আর তা হতে দেব না। বিয়ে দেবই দেব।’

  ৩৫ এর আগে বিয়ে করতে চান না বোল্ট। কিন্তু রিওর পর আর অলিম্পিকে নামবেন না। ট্র্যাকে দেখা যাবে কিনা, তা নিয়েও কিছুটা সংশয় রয়েছে। বোল্ট রিওর পর সময় পাবেন নিজের পরবর্তী জীবন নিয়ে ভাবার। সেই কারণেই মা জেনিফার বলছেন, ‘বোল্ট আমাকে কথা দিয়েছে, রিওর পর ও বিয়ে করবে। আমারও মনে হয়, রিওর পর ও নিজেকে নিয়ে ভাবার সময় পাবে। বিয়েটা করতে চাইবে এ বার।’

  কাকে করবেন বিয়ে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজে বেড়াচ্ছে দুনিয়া!

  No comments