• Breaking News

  আজ নামছেন বোল্ট, রাত আটটায়

  রাইট স্পোর্টস ডেস্ক

  bolt2

  তাঁর প্রতীক্ষায় সবাই। তিনি নিজেও তো! ট্র্যাকে নামবেন, এর চেয়ে বড় আনন্দ তাঁর আর কী?

  আজ রিও-তে সেই দিন। ভারতীয় সময় রাত আটটায়। রিও-র ট্র্যাকে নামতে চলেছেন উসেইন বোল্ট। ১০০ মিটার দৌড়ের প্রথম হিটে। ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট ভোর পাঁচটায় দ্বিতীয় হিট, ফাইনাল ওই দিনই সন্ধে ৬-২৫।

  বেজিং ও লন্ডন অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার রিলে-তে সোনা। তিনটি করে ইভেন্টে নেমেছিলেন দুটি অলিম্পিকে। ছয়ে ছয় সোনা। এবারও ওই তিনটি ইভেন্টেই নামবেন। লক্ষ্য তিন তিরিক্কে নয়!

  প্রস্তুতিতে ব্যাঘাত যাতে না ঘটে, সাত দিন আগেই পৌঁছে গিয়েছিলেন রিও অলিম্পিক ভিলেজে। কিন্তু, রিও-তে থেকেও উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে হাজিরা দেননি। চোট সারিয়ে উঠেছেন সদ্য। অতক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে চাপ পড়তে পারে ভেবে। বোঝাই যাচ্ছে, ‘নয়ে নয়’ করার লক্ষ্যে প্রস্তুতিতে এতটুকুও ফাঁক রাখতে রাজি নন, এখন অ্যাথলেটিক্স-দুনিয়ার মুখ উসেইন।

  ১০০ মিটারে তাঁর সেরা প্রতিদ্বন্দ্বী এখন জাস্টিন গ্যাটলিন, বয়সে যিনি বছর চারেক বড়। কিন্তু, এই তথ্য আরও যা মনে করিয়ে দিচ্ছে, তরুণ প্রতিভারা উঠে আসছেন না, বিদ্যুৎ বোল্ট-কে চ্যালেঞ্জ জানাতে। টানা তিনটি অলিম্পিকে ১০০ মিটারে জেতেননি কোনও পুরুষ অ্যাথলিট। বোল্ট পারলে ইতিহাস লিখবেন রিও-র ট্র্যাকে।

  ২০০ মিটার শুরু ১৬ অগাস্ট, ১০০ মিটার ফাইনাল হয় যাওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পর।

  No comments