• Breaking News

    রিও অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত, ছবিতে

    রিও অলিম্পিকের ছবির মতো উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত। মারাকানা স্টেডিয়ামে। দুবছর আগে বিশ্বকাপের সময় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল সাও পাওলো-তে। এবার মারাকানা ছাপিয়ে গেল সাও পাওলোকেও। আইওসি সভাপতি টমাস বাখ উদ্বোধন করলেন। বাজি আর আলোর রোশনাইয়ে ফুটে উঠল ব্রাজিলের সংস্কৃতি। প্রাণের জন্ম থেকে শুরু করে বিভিন্ন মহাদেশগুলোর বৈশিষ্ট্যও ফুটিয়ে তুলেছিলেন নাচিয়েরা।
    কৃতজ্ঞতা - অফিসিয়াল অলিম্পিক সাইট


    No comments