• Breaking News

  স্বপ্নের খোঁজে আজ রিওতে নামছেন বাঙালি জিমন্যাস্ট দীপা

  unnamed (3)রাইট স্পোর্টস ডেস্ক
  সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে অলিম্পিক পদকের স্বপ্নপূরণ হতে পারে বাংলার।
  আজ রিওতে জিমন্যাস্টিকসে নামছেন ত্রিপুরার বাঙালি মেয়ে দীপা কর্মকার। যাঁর সাম্প্রতিক পারফরম্যান্স চমকে দেওয়ার মতো।
  গত তিন দশকের ইতিহাসে কোনও ভারতীয় অ্যাথলিট অলিম্পিকের জিমন্যাস্টিকসে নামার টিকিট পায়নি। ভারতের আবার অলিম্পিক ইতিহাস দেখলে কোনও মেয়ে জিমন্যাস্টকে খুঁজেই পাওয়া যাবে না। ফ্লোরে নামার আগেই দীপা ইতিহাসে। ২২ বছরের তরুণী থেমে থাকতে চান না সেই সুখস্মৃতিটুকু নিয়ে। রিও থেকে পদক নিয়ে ফিরতে চান দীপা।
  রিওতে পা দেওয়ার পর বলেই দিয়েছেন, ‘জীবনের প্রথম অলিম্পিক বলে যে ব্যাপক চাপে রয়েছি, তা নয়। নিজের সেরাটা দেওয়ার জন্য নামব। আর সেটা দিতে গেলে যা যা করার দরকার, তা ইতিমধ্যে করেছি। আমার প্রস্তুতি বেশ ভালো।’
  গত কয়েক বছরে দীপা অবিশ্বাস্য উন্নতি করেছেন। যে কারণে ত্রিপুরার প্রবাসী বাঙালিকে রিওতে অন্যতম পদকের দাবিদার ধরছে বিশেষজ্ঞমহল। দীপা কিন্তু এত দূর ভাবছেন না। ধাপে ধাপে এগোতে চাইছেন। আজ ইভেন্ট শুরুর দিনে দীপা ভীষণ সতর্ক।

  No comments