• Breaking News

  সিরিজ হেরেও ধোনির মুখে বোলারদের প্রশংসা

  [caption id="attachment_1526" align="alignleft" width="300"]মায়ামিতে ধোনির প্রেস কনফারেন্স। ছবি— বিসিসিআই মায়ামিতে ধোনির প্রেস কনফারেন্স।[/caption]

  রাইট স্পোর্টস ডেস্ক

  প্রথম ম্যাচে হার। দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ফিরে এসে টি-টোয়েন্টি সিরিজ সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হল ভারতীয় টিমের কাছে। মায়ামিতে বৃষ্টিতে ভেস্তে গেল দ্বিতীয় ম্যাচ।

  ১৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হওয়ার পর ব্যাট করতে ভারতীয় টিমের ২ ওভারে যখন ১৫, বৃষ্টিতে ধুয়ে যায় ম্যাচ। দু’ম্যাচের সিরিজ ১-০ হেরে গেল ভারত।

  ম্যাচের পর বিষণ্ণ মহেন্দ্র সিং ধোনি। সিরিজ হারতে হলেও বেশ কিছু পজিটিভ ব্যাপারে জোর দিচ্ছেন তিনি। মায়ামির সাংবাদিক সম্মেলনে যা বলেছেন, তুলে ধরা হল।

  উইকেট নিয়ে ধোনি

  আমার মনে হয় না, উইকেটের চরিত্র বদলে গিয়েছিল। আগের ম্যাচে যে উইকেটে খেলেছি, এই ম্যাচেও তেমনই ছিল।

  বোলারদের প্রত্যাবর্তন নিয়ে ধোনি

  বদলটা আসলে ছিল ভারতীয় বোলারদের মধ্যে। আগের ম্যাচে আমরা সে ভাবে বল করতে পারেনি। এই ম্যাচে দারুণ বল করেছে বোলিং বিভাগ। যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম আমরা, সেটা কার্যকর করা গিয়েছে।

  অমিত মিশ্রকে নিয়ে ধোনি

  দ্বিতীয় ম্যাচে স্পিনাররা ফারাকটা গড়ে দিয়েছে। চমৎকার বোলিং করেছে। বিশেষ করে অমিত মিশ্র, সত্যি দারুণ ভাবে মেলে ধরেছে নিজেকে।

  আমেরিকাতে ক্রিকেট নিয়ে ধোনি

  আমেরিকা ক্রিকেটের জন্য উপযুক্ত জায়গা। এখান পরিবেশ ক্রিকেটের পক্ষে যায়। দুটো ম্যাচ এখানে খেলে দেখলাম, লোকে ম্যাচ দেখতে আসছে মাঠে। এটাই তো আয়োজকরা চাই। এখানে ক্রিকেটের ভবিষ্যৎ আছে।

  ছবি — বিসিসিআই-এর সৌজন্যে

  No comments