• Breaking News

  কোয়ার্টার ফাইনালে কিদম্বি-সিঁধুর সামনে বিরাট চ্যালেঞ্জ

  রাইট স্পোর্টস ডেস্ক

  KIDAMBI

  সাইনা নেহওয়াল বিদায় নিয়েছেন তো কী? অলিম্পিকের আসরে ভারতের আশা জাগিয়ে রেখেছেন দুই শাটলার – কিদম্বি শ্রীকান্ত ও পিভি সিঁধু। কিন্তু, সমস্যা হল, কোয়ার্টার ফাইনালে এমন দুজনের সামনে দুই ভারতীয় যে, সেমিফাইনালের স্বপ্ন দেখাও কঠিন!

  স্বাধীনতা দিবসে দুর্দান্ত শুরু করেছিলেন শ্রীকান্ত। প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে ছিলেন ডেনমার্কের জান ও জোরগেনসেন। বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড়কে শ্রীকান্ত হারান সরাসরি, ২১-১৯, ২১-১৯ পয়েন্টে। তাঁর আক্রমণাত্মক খেলার সামনে শেষ পর্যন্ত হার স্বীকার করতেই হয় জোরগেনসেনকে। দুজনেই চেষ্টা করেছিলেন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে। ড্যানিশ তারকা বেশিই ভুল করছিলেন। যে-কারণে সুবিধা পেয়ে যান শ্রীকান্ত। এবং সেই সুবিধা সুদে-আসলে তুলে নেন, নিজেকে শেষ আটে নিয়ে গিয়ে।

  কোয়ার্টার ফাইনালে আরও বড় চ্যালেঞ্জ এখন শ্রীকান্তের সামনে। খেলতে হবে লিন ড্যানের বিরুদ্ধে। ২০০৮ বেজিং এবং ২০১২ লন্ডন, দুটি অলিম্পিকেই সোনা জিতেছিলেন ড্যান। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচবার সোনা, অল ইংল্যান্ড খেতাব জিতেছেন ছ’বার, এখন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে। বোঝা সহজ, কতটা কঠিন কাজ কিদম্বি শ্রীকান্তের সামনে। খেলা বুধবার সন্ধে ছ’টায়।

  পিভি সিঁধুর সামনে আবার চিনের ওয়াং ইহান, ২০১২ লন্ডন অলিম্পিকে যিনি রুপো পেয়েছিলেন। এই মুহূর্তে বিশ্বে দ্বিতীয়। কাজেই সিঁধুর সামনেও বিরাট চ্যালেঞ্জ। প্রি-কোয়ার্টারে চাইনিজ তাইপে-র তাই জু ইং-কে হারালেন সরাসরি, ২১-১৩, ২১-১৫। মাত্র ৪০ মিনিটেই উড়িয়ে দিলেন অষ্টম বাছাইকে। তেমন কোনও প্রতিদ্বন্দ্বিতাই হল না হায়দরাবাদির সঙ্গে।

  বুধবার ভোর ৩-২৫, সিঁধু নামবেন ইহানের বিরুদ্ধে। মুখোমুখি রেকর্ডে ইহান এগিয়ে ৪-২। সিঁধুর পক্ষে যা ভাল খবর, শেষ দেখায় ১৬ অক্টোবর ২০১৫, ডেনমার্ক ওপেন-এ জিতেছিলেন। সে-ও আবার সরাসরি, ২১-১৮, ২১-১৯। ফলে, আরও একবার অঘটন ঘটাতে চাইবেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে-থাকা হায়দরাবাদি।

  যদিও, অস্বীকার করার জায়গা নেই যে, শ্রীকান্ত এবং সিঁধু, দুজনেরই সেমিফাইনালে পৌঁছন বেশ কঠিন।

  কোয়ার্টার ফাইনাল –


  পিভি সিঁধু বনাম ওয়াং ইহান, বুধবার ভোর ৩-২৫


  কিদম্বি শ্রীকান্ত বনাম লিন ড্যান, বুধবার সন্ধে ৬-০০

  No comments