• Breaking News

  টেস্টে এক নম্বরে পৌঁছে গেল বিরাটের ভারত

  unnamed (1)রাইট স্পোর্টস ডেস্ক
  যা প্রত্যাশিত ছিল তাই হল। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছে গেল ভারত।
  এত দিনের এক নম্বর টিম অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ হারিয়ে দেয় শ্রীলঙ্কা। এবং ভারত চার টেস্টের সিরিজে এক ম্যাচ বাকি থাকতে ২-০ জিতে যায়। যার ফলে অজিদের সরিয়ে একে র‍্যাঙ্কিংয়ের খাতায় একে উঠে এল ভারত। অস্ট্রেলিয়া নেমে তিনে। দুইয়ে পাকিস্তান। শ্রীলঙ্কার দুরন্ত পারফরম্যান্সের জন্য তারা দক্ষিণ আফ্রিকাকে টপকে গিয়ে ছয়ে উঠে পড়ল।
  ধোনির আমলে ভারত এক বার টেস্ট র‍্যাঙ্কিংয়ের একে পৌঁছেছিল। তার পর দ্রুত নেমেও যায়। বিরাটের ভারতের সামনে টেস্টের এক নম্বর হওয়ার হাতছানি ছিল ক্যারিবিয়ান সফরের শুরু থেকে। দরকার ছিল ভারতীয়দের দুর্দান্ত পারফরম্যান্স। সেটাই ক্যারিবিয়ান সফরে করে দেখিয়েছেন অশ্বিন, বিরাটরা। তারই ফল মিলছে।
  কাল থেকে কুইন্স পার্ক ওভালে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে অজিঙ্ক রাহানে বলেই দিয়েছেন, তাঁরা যে আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন, সিরিজ জিতে গেলেও তাই খেলবেন শেষ ম্যাচে। রাহানের কথায়, ‘সিরিজের ফয়সালা হয়ে গেলেও, আমরা যে ক্রিকেটটা খেলে আসছি, সেটাই সফরের শেষ টেস্টেও খেলব। নিজেদের উজাড় করে দেওয়াটাই আমাদের এক এবং অন্যতম লক্ষ্য।’ unnamed

  No comments