• Breaking News

  প্রেমিকাকেই সবচেয়ে ভয় পান উসেইন বোল্ট

  [caption id="attachment_1727" align="alignleft" width="300"]উসেন বোল্ট। ছবি— টুইটার উসেইন বোল্ট। ছবি— টুইটার[/caption]

  রাইট স্পোর্টস ডেস্ক

  এ এক অজানা উসেইন বোল্ট। প্রতিটা সকাল তাঁর কাছে নতুন কেন মনে হয়? কী ভাবে বছরের পর বছর বিশ্বের সেরা জায়গাটা ধরে রেখেছেন? কী খেতে ভালোবাসেন? কার গান শোনেন?

  ফেসবুকে ফ্যানদের অনেক প্রশ্নের উত্তর দিলেন অলিম্পিকে ‘ট্রিপল-ট্রিপল’ করা বোল্ট। তারই নির্বাচিত কিছু তুলে ধরা হল।

  সেরা অলিম্পিক কোনটা?

  বোল্ট‌: লন্ডন অলিম্পিক। কারণ, উপচে পড়া গ্যালারি। আমি যখন দৌড়ই মাঠে, সব সময় অন্যদের মুখে তৃপ্তিটা দেখতে চাই। সেটা লন্ডনে পেয়েছিলাম।

  কাকে সবচেয়ে বেশি ভয় পান?

  বোল্ট‌: আমার প্রেমিকা। ওর সঙ্গে কথা বলার সময় খুব টেনশনে থাকি। কে জানে ও কখন কী করে বসে!

  সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কী ছিল, যা প্রতি মূহূর্তে চাপে রেখেছিল আপনাকে?

  বোল্ট‌: চোট। ২০১৫ সালটা আমার কাছে সত্যি খুব চাপের ছিল। চ্যালেঞ্জের ছিল। চোট কাটিয়ে কী ভাবে ট্র্যাকে ফিরব, কী ভাবে ফিরে পাব নিজেকে, এ সব নিয়েই ভেবে যেতাম সব সময়।

  ম্যাঞ্চেস্টারে ফুটবল খেলার সুযোগ পেলে কী করবেন?

  বোল্ট‌: আমার স্বপ্ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলা। যদি সুযোগ পাই, এখনই অবসর নিয়ে নেব ট্র্যাক থেকে। নেমে পড়ব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে।

  কাকে দেখে অনুপ্রাণিত হন?

  বোল্ট‌: আমার বাবা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। বাবাই আমাকে মানসিক ভাবে শক্তিশালী করেছে। তার বাইরে মাইকেল জনসন, ডন কোয়ার, কেভিন গ্র্যান্ট, আরও অনেকে আছে। আর রয়েছে আমার ফ্যানরা।

  পরবর্তী প্রজন্মের জন্য পরামর্শ?

  বোল্ট‌: পরিশ্রম আর দায়বদ্ধতা। চোট পেলে কখনও ঘাবড়ে যেও না। ফোকাসড থাকো।

  কখনও কোচিং করানোর ইচ্ছে আছে?

  বোল্ট‌: আমি অন্যদের অনুপ্রেরণা হতে পারি। কিন্তু কখনও কোচ হব না। আমার দ্বারা হবে না! আসলে কোচিং করানোর মতো মশলা নেই আমার।

  No comments