• Breaking News

  লেস্টারের বিদায়, সেমিফাইনালে আতলেতিকো

  রাইট স্পোর্টস ডেস্ক


  ঘরের মাঠে দরকার ছিল ২-০ জয়। নিদেনপক্ষে ১-০ হলেও ৯০ মিনিটের পর আরও মিনিট ৩০ পাওয়া যেত। কিন্তু পারল না লেস্টার সিটি। ইংল্যান্ডের লিগজয়ী দলের ইউরোপে যাত্রা শেষ কোয়ার্টার ফাইনালেই।

  দিয়েগো সিমিওনের আতলেতিকো দে মাদ্রিদ আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। তবে। আবারও সমর্থকদের হৃদকম্প বাড়িয়েই। প্রথমার্ধেই সাউল গোল পেয়ে গিয়েছিলেন। আতলেতিকো তখন ১-০, মানে, দু্’পর্ব মিলিয়ে ২-০ এগিয়ে। লেস্টার সিটির ফুটবলাররা বোধহয় তখনই হাল ছেড়ে দিয়েছিলেন, বাকি সময়ে তিন গোল দিতে হবে ভেবে!

  ৬১ মিনিটে জেমি ভার্ডি সমতা ফেরানোর পর চেষ্টার কসুর করেনি লেস্টার। সিমিওনের দল পিছিয়ে গিয়েছিল নিজেদের অর্ধে। নিজের পছন্দমতো সিমিওনে খেলতে দিয়েছিলেন বিপক্ষকে। ফলে, কিছু মুহূর্তের সৃষ্টি হয়েছিল যেগুলো আদৌ ততটা সুখকর নয়। কিন্তু, শেষ পর্যন্ত আর গোল খায়নি আতলেতিকো।

  ফলে, দু-ম্যাচে ইংল্যান্ডের চ্যাম্পিয়নদের একবারও জিততে না দিয়ে, নিজেদের ঘরের মাঠে জেতার কারণে আতলেতিকো দে মাদ্রিদ গতবারের মতোই পৌঁছে গেল ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনালে।

  No comments