• Breaking News

  বোরুসিয়ার বাসের সামনে তিনবার বিস্ফোরণ, ম্যাচ বাতিল

  রাইট স্পোর্টস ডেস্ক


  চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে যাওয়ার পথেই বিস্ফোরণ। আহত বোরুসিয়া ডর্টমুন্ডের স্পেনীয় ডিফেন্ডার মার্ক বার্ত্রা। মোনাকোর বিরুদ্ধে মঙ্গল-রাতের খেলা বাতিল। বুধবার স্থানীয় সময় পৌনে সাতটা পর্যন্ত, ভারতীয় সময় অনুসারে যা রাত সোয়া দশটা। সোয়া বারোটায় চ্যাম্পিয়ন্স লিগের অন্য দুটি কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ঘন্টা দুই আগে খেলা হতেও পারে।


  • ‌ পরপর তিনবার বিস্ফোরণ
  • ‌ আহত মার্ক বার্ত্রা হাসপাতালে
  • ‌ মোনাকোর বিরুদ্ধে খেলা সম্ভবত বুধবার
  বোরুসিয়া ডর্টমুন্ডের ফুটবলাররা নিজেদের ওয়েস্টফলেন স্টেডিয়ামে মোনাকোর বিরুদ্ধে খেলতে যাচ্ছিলেন বাসে করে হোটেল থেকে। একটি মোড়ে সেই বাসের সামনেই বিস্ফোরণ ঘটে পরপর তিনবার। মার্ক বার্ত্রা, যিনি ছিলেন বার্সেলোনায় আগে, আহত হন সেই বিস্ফোরণে। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে, চিন্তার কোনও কারণ নেই, জানানো হয়েছে ক্লাবের তরফে টুইট করে। আঘাত লেগেছিল হাতে।

  কীভাবে বিস্ফোরণ, কারাই বা এই বিস্ফোরণের নেপথ্যে – এখনও কিছুই জানানো হয়নি। বাসটির অবশ্য বেশ ক্ষতি হয়েছে দুটি জায়গায়। জানলার কাঁচ ভেঙে গুঁড়োগুঁড়ো। মোড়ে এসে বাসটিকে গতি কমাতেই হত। হয়ত সেই কারণেই ক্ষতির পরিমাণ কম, বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডর্টমুন্ডে পুলিস অবশ্য স্থানীয় জনসাধারণকে গুজবে কান দিতে বারণ করেছেন। তদন্ত চলছে।

  No comments