• Breaking News

  থাইল্যান্ড ওপেন জিতলেন সাই প্রনীত

  রাইট স্পোর্টস ডেস্ক

  থাইল্যান্ড ওপেন গ্রাঁ প্রি খেতাব জিতলেন ভারতীয় শাটলার বি সাই প্রনীত। ব্যাঙ্ককে টুর্নামেন্টের ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে ১৭-২১, ২১-১৮, ২১-১৯ হারালেন তিনি।
  এদিন প্রথম গেমে ১৬-১৪ এগিয়ে থেকেও অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেননি প্রনীত। পর পর চার পয়েন্ট জিতে গেম বের করে নেন ক্রিস্টি। দ্বিতীয় গেমে প্রনীত প্রথমে এগিযে যান ৯-৩। কিন্তু এরপরেই পাল্টা লড়াই শুরু করেন ক্রিস্টি এবং পর পর ৬ পয়েন্ট জিতে সমতা ফেরান। তবে মাথা ঠাণ্ডা রেখে শেষদিকে পর পর তিনটি পয়েন্ট জিতে গেম বের করে নেন প্রনীত। তৃতীয় গেমেও দুজনের পয়েন্ট হয় ১৯-১৯। এই সময় যে কোনও একদিকে ঢলে পড়তে পারত ম্যাচ। তবে শেষ পর্যন্ত ২১-১৯ পয়েন্টে ম্যাচ বের করে নেন ভারতীয় শাটলার। ৭২ মিনিট টান টান উত্তেজনার পর শেষ হয় ম্যাচ।
  এ বছরই এপ্রিলে পুল্লেলা গোপীনাথের এই ছাত্র সিঙ্গাপুর ওপেনে কিদম্বি শ্রীকান্তকে হারিয়ে জীবনের প্রথম বড় খেতাব জেতেন।  তার আগে সৈদ মোদী গ্রাঁ প্রি গোল্ডের ফাইনালে পৌঁছেছিলেন অন্ধ্রপ্রদেশের এই শাটলার। ২০১৬য় জিতেছিলেন কানাডা ওপেন গ্রাঁ প্রি।

  No comments