• Breaking News

  উৎসবের মেজাজে শুরু ইস্টবেঙ্গলের অনুশীলন

  শান্তনু ব্যানার্জি


  সোমবার নিজেদের ক্লাবের মাঠে অনুশীলনে নেমে পড়ল ইস্টবেঙ্গল। সিনিয়র ফুটবলার তথা লাল হলুদ অধিনায়ক অর্ণব মণ্ডল, রফিক, কেভিন লোবোদের সঙ্গে দেড় ঘন্টা টানা অনুশীলন সেরে ফেললেন চুল্লোভা, ব্র্যান্ডন, বিদ্যাসাগর সিং, ইয়ামি লংগা-রা। মেয়ের শরীর খারাপ থাকায় আসতে পারেননি গুরবিন্দর। ভিসা সমস্যায় ছিলেন না বিদেশি তিন ফুটবলার উইলিস প্লাজা, ডিওন মিচেল, মেহমুদ আল আমনাও। প্লাজা নিজের দেশের জাতীয় দলের শিবিরে যোগ দিয়েছেন। সেই শিবির শেষ করে চলতি মাসের ২৬ অথবা ২৭ তারিখে পা রাখবেন কলকাতার মাটিতে। চার্চিল ব্রাদার্স থেকে আসা সালাম রঞ্জন সিংও ছিলেন না প্রথম দিনের অনুশীলনে। এছাড়া ভারতের অনূর্ধ্ব ১৮ এবং ২৩ দলে ৫ জন ফুটবলার যোগ দিয়েছেন। ফলে ওই পাঁচজন ফুটবলারও ছিলেন না। যেমন ছিলেন না গোলকিপার লুইস ব্যারেটোও।

  প্রথম দিনের অনুশীলনে ম্যানেজার মনোরঞ্জন ভট্টাচার্য্, সহকারী ম্যানেজার তুষার রক্ষিত এবং ভাস্কর গাঙ্গুলি হাজির ছিলেন। অনুশীলনে লাল হলুদ সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের ফুটবলার এবং কোচ খালিদ জামিলসহ সাপোর্টিং স্টাফদের মোটিভেট করার জন্যে রীতিমতো ঢাক-ঢোল বাজিয়ে উৎসবের আবহ ক্লাবতাঁবুতে।

  নতুন কোচ খালিদ জামিল প্রথম দিন মন দিয়েছিলেন টিম কম্বিনেশন তৈরির কাজে। ফুটবলারদের দুটি দলে ভাগ করে একটি ম্যাচ খেলানো হয়েছে। অনুশীলন শেষে কোচ খালিদ জামিল বলেছেন, ‘প্রথম দিনের অনুশীলনের অভিজ্ঞতা ভালোই। সমর্থকদের এই ভালবাসা ভালো লাগছে।’

  এবার কলকাতা লিগ জিতলে টানা আটবার খেতাব জিতবে ইস্টবেঙ্গল। কোচ কলকাতা লিগ প্রসঙ্গে বলেছেন, ‘৯০ শতাংশ ফুটবলার নতুন। তাই টিম কম্বিনেশন তৈরি করতে সময় লাগবে। সিনিয়র ফুটবলার অর্ণব মণ্ডল, লোবো, রফিক, গুরবিন্দরদের সঙ্গে বসে আরও আলোচনার প্রয়োজন।’

  কল্যাণীতে আবাসিক শিবিরের পরিকল্পনা রয়েছে। তবে তা এখনই নয়। তিন চার দিন নিজেদের ক্লাবের মাঠে অনুশীলনের পরে আবাসিক শিবিরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোচ বলেছেন, ‘কলকাতা লিগ আমার কাছে চ্যালেঞ্জ। কাদামাখা মাঠে টিমের ফুটবলারদের ম্যাচ ফিট করে তুলে কম্বিনেশন সাজিয়ে তোলাই এখন বড়ো চ্যালেঞ্জ।’

  No comments