• Breaking News

    প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলের সামনে গতবারের চ্যাম্পিয়নরা

    শান্তনু ব্যানার্জি


    আই লিগে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই মুখোমুখি আইজল এফসি-র। গতবারের আই লিগে চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে নামার আগে লাল হলুদের কোচ খালিদ জামিলের কপালে চিন্তার ভাঁজ। খালিদ গত আই লিগ মরসুমে ছিলেন আইজল এফসির কোচ। স্বাভাবিকভাবেই আইজলের বিরুদ্ধে ম্য্যাচে নামার চব্বিশ ঘন্টা আগে ভারতীয় ফুটবল মহলে একটাই প্রশ্ন ঘুরে ফিরে সামনে চলে আসছ। ঘরের মাঠে যুবভারতীতে আইজল এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে লাল হলুদ কোচ কি বাড়তি চাপে? ইস্টবেঙ্গল কোচ স্বীকার করেছেন, চাপ আছে। কিন্তু এরপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পরিষ্কার করে দিয়েছেন, আইজল এফসি পর্ব এখন তাঁর ফুটবল কোচিং কেরিয়ারে অতীত। খালিদের কথায়, ‘ইস্টবেঙ্গল বড় ক্লাব।সম্পূর্ণ ভিন্ন পরিবেশ এখানে। ছয়মাস আগেও আমি আইজল এফসির কোচ ছিলাম।কিন্তু এখন আমার সমস্ত ফোকাস ইস্টবেঙ্গল টিমকে ঘিরে।’

    অন্যদিকে গত আই লিগের চ্যাম্পিয়ন টিম আইজল এফসি-র নতুন কোচ জানিয়েছেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে তারাও চাপে। ‘ইস্টবেঙ্গল খুব ভাল টিম।তবে আমাদের বিদেশিরাও তৈরি।’ আইজল এফসি লাল হলুদের মাঠেই প্রায় এক ঘন্টা অনুশীলন করেছিল। মূলত সেটপিস মুভমেন্ট এবং পাসিং ফুটবলের ওপরেই জোর দিতে দেখা গিয়েছিল। কোচ জানিয়েছেন, যুবভারতী ক্রীড়াঙ্গণে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার জন্যে তাঁর ফুটবলাররা মুখিয়ে রয়েছেন।

    No comments