• Breaking News

    লড়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধু

    শুভব্রত মুখার্জি


    একঘন্টা ছয় মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে থাইল্যান্ডের  নিতচাওন জিন্দাপোলকে হারিয়ে অল ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। তৃতীয় গেমে একটা সময় ১২-১৬ পয়েন্টে পিছিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন। কোর্টের বাইরে থেকে কোচ গোঁপীচাদের অনবরত উৎসাহ এবং উপদেশ সিন্ধুকে এই কঠিন বাধা পেরিয়ে যেতে সাহায্য করে। প্রথম গেমে ২১-১৩ জিতলেও দ্বিতীয় গেম ১৩-২১ পয়েন্টে হেরে গিয়েছিলেন মেয়েদের বিশ্বের তিন নম্বর। তাঁর দুর্বল ব্যাকহ্যান্ডে বারবার আক্রমণ করে নিতচাওন সমস্যায় ফেলে দিয়েছিলেন ভারতীয় তারকাকে। সাইনা নেহওয়ালের বিদায়ের পর মেয়েদের সিঙ্গলসে এখন সিন্ধুই ভারতের একমাত্র প্রতিনিধি। শেষ পর্যন্ত লড়ে জিতে জিন্দাপোলের বিপক্ষে সিন্ধুর মুখোমুখি রেকর্ড এখন ৩-১। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সম্ভাব্য প্রতিপক্ষ জাপানের ওকুহারা, যাঁর বিরুদ্ধে সাম্প্রতিক রেকর্ড একেবারেই ভাল নয় সিন্ধুর।

    বুধবার বেশি রাতে এইচএস প্রণয় হারিয়েছিলেন অষ্টম বাছাই চৌ তিয়েন চেনকে, তিন গেমের লড়াইয়ে, ৯-২১, ২১-১৮, ২১-১৮ পয়েন্টে। এবার বিশ্বের ১৬ নম্বর ভারতীয়র সামনে ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তো। প্রণব জেরি চোপড়া ও এন সিক্কি রেড্ডির জুটিও প্রথম রাউন্ডে জিতে দ্বিতীয় বাছাই জুটির মুখোমুখি, পরের রাউন্ডে।

    No comments