• Breaking News

  মেসি আর্জেন্তিনার হয়ে আবার খেলবেন, বিশ্বাস সুয়ারেজের

  [caption id="attachment_479" align="alignleft" width="300"]মেসি ফিরবেন, বিশ্বাস সুয়ারেজের মেসি ফিরবেন, বিশ্বাস সুয়ারেজের[/caption]

  রাইট স্পোর্টস ডেস্ক
  বুধবার ছিল আর্জেন্তিনার কাছে অন্য রাত। উত্তর রোসারিওতে লিওনেল মেসির বাড়ির সামনে লাখো মানুষ। এলএম টেন যেন অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। যেন আবার তাঁকে দেখা যায় নীল-সাদা জার্সিতে। দাবি নিয়ে হাজির জনতা, বাড়ির সামনে।
  আমজনতাই শুধু নয়, আর্জেন্তিনার রাষ্ট্রপতিও শিগগিরি দেখা করবেন মেসির সঙ্গে। তারই মধ্যে আবার বার্সেলোনায় মেসির সতীর্থ লুইস সুয়ারেজ বলে দিলেন, মেসি আবার ফিরবেন জাতীয় টিমে।
  উরুগুয়ের স্ট্রাইকারের কথায়, ‘মেসির মতো প্লেয়ার যদি নিজেকে জাতীয় দল থেকে সরিয়ে নেয়, সেটা হবে ফুটবলের পক্ষে সবচেয়ে খারাপ খবর।’
  গত মরসুমে লা লিগায় সবচেয়ে আলোচিত তিন ফরোয়ার্ড এম-এস-এন। মেসি-সুয়ারেজ-নেইমার। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দলকে তুলতে না পারলেও এই তিন জনকে নিয়ে যথেষ্ট উন্মাদনা বিশ্ব ফুটবলে। শুধু টিমমেট নন, মেসিকে খুব কাছ থেকে চেনেন সুয়ারেজ। তাই তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘লিওকে আমি যতটা চিনি, জানি, ও এখন প্রবল মন খারাপে ডুবে রয়েছে।’
  একই সঙ্গে বিতর্কিত স্ট্রাইকারের কথায়, ‘এই ধরনের পরিস্থিতিতে ঠিক সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। মেসি বিশ্বের সেই প্লেয়ার, যাকে নিয়ে ভবিষ্যত গর্ব করবে। ইতিহাসে লেখা থাকবে ওর নাম।’
  সেই সুয়ারেজের বিশ্বাস, ‘মেসিকে যতটা চিনি, ও আবার ভেবে দেখবে। মনে হচ্ছে বদলাবে ওর অবসরের সিদ্ধান্ত। আমরা তো সবাই ওকে দেশের হয়ে খেলতে দেখতেই চাই।’

  No comments