• Breaking News

  ২ সেট পিছিয়েও উইম্বলডনের সেমিফাইনালে ফেডেরার!

  রাইট স্পোর্টস ডেস্ক

  federer

  অসম্ভবকে আবারও সম্ভব করে দেখালেন রজার ফেডেরার!

  চৌত্রিশ বছরের ফেডেরারের সামনে ছিল প্রায়-অসম্ভব লক্ষ্য। প্রথম দুটো সেটে হেরে গিয়েছিলেন মারিন চিলিচের কাছে। চতুর্থ সেটে তিন-তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচালেন। আর শেষ সেট জিতে নিলেন নিজের ২৭তম এস-এ। পৌঁছলেন সেমিফাইনালে আবার। অষ্টম উইম্বলডন খেতাবের আরও কাছাকাছি!

  ১৭ বছরে উইম্বলডনে পেলেন ৮৪তম জয়। ছুয়ে ফেললেন জিমি কোনর্সকে। সব গ্র্যান্ড স্লাম মিলিয়ে সবচেয়ে বেশি ৩০৭ ম্যাচ জেতার রেকর্ড করে ফেলেছেন, অনেক আগেই। কোনর্স সেখানে দ্বিতীয়, মাত্র ২৩৩ ম্যাচ জিতে। উইম্বলডন সেমিফাইনালে যদি মিলোস রাওনিচকে হারাতে পারেন, ফাইনালে উঠে আবারও রেকর্ড করবেন। ওপেন এরা-য় সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন সেই কোনর্সই, ১২৫৪টি। দ্বিতীয় স্থানে ইভান লেন্ডল, ১০৭১। ফেডেরার এই মুহূর্তে আছেন তৃতীয় স্থানে, ১০৬০ জয় নিয়ে। ২০১৬ গোটা বছরও যদি খেলেন, লেন্ডলকে পেরিয়ে যাওয়া সময়ের অপেক্ষা শুধু!

  নোভাক জকোভিচ হেরে যাওয়ায় কি ফেডেরারের খেলায় ঝাঁঝ বেড়ে গেল আরও? জানেন, জকোভিচ ছন্দে থাকলে অস্ট্রেলিয়া বা ইউ এস ওপেন জেতার সম্ভাবনা বেশ কম তাঁর। ফরাসি ওপেনে নিজের সেরা সময়েই সেভাবে জিততে পারেননি, এখন কঠিনতর। পারলে উইম্বলডনেই সেরা সম্ভাবনা তাঁর, ১৮তম গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের। অগাস্টে আর একটি সুযোগ পাবেন, অলিম্পিক সোনা জিতে নেওয়ার। তার আগে উইম্বলডন পেলে তো সত্যিই সোনায় সোহাগা!

  প্রতিদ্বন্দ্বীরা সাবধান। ফেডেরার কিন্তু এখনও ভয়ঙ্করই‌!

  No comments