• Breaking News

  গাভাসকার-শচীনরা যা পারেননি, করে দেখালেন ‘অধিনায়ক’ বিরাট!

  বিদেশে প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ডবল সেঞ্চুরি। সঙ্গে নিজেরও প্রথম দ্বিশতরান। ৪২ টেস্টে এখন ১২ শতরান ভারতের টেস্ট অধিনায়কের!


   

  13819540_10154231994413820_1740287509_nরাইট স্পোর্টস ডেস্ক


  বিরাট কোহলি মানেই এখন এমন কিছু ভারতীয় ক্রিকেটে যা কেউ করে দেখাননি!
  শুনতে অদ্ভুত লাগলেও সত্যি, কোনও ভারতীয় অধিনায়কের এর আগে বিদেশের মাঠে দ্বিশতরান ছিল না। অধিনায়ক হিসাবে চারজন ভারতীয় ডবল সেঞ্চুরি করেছিলেন। সবার আগে ছিলেন মনসুর আলি খান পতৌদি, ১৯৬৪ সালে, দিল্লিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৩ অপরাজিত। তারপর সুনীল গাভাসকার, ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইতে ২০৫। শচীন তেন্ডুলকারই বা পিছিয়ে থাকবেন কেন? তাঁর ২১৭ আমেদাবাদে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৯ সালে। সবার রান পেরিয়ে গিয়েছিলেন অবশ্য মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইতে ২০১৩ সালে ২২৪ করে।
  বিরাট কোহলি প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্টে দ্বিশতরান করলেন বিদেশে। ১১৯তম ওভারের প্রথম বল চেজের, ঠেলে দিয়ে মিড উইকেটে, পৌঁছে গেলেন নিজের প্রথম ডবল সেঞ্চুরিতে। অ্যান্টিগার নর্থ সাউন্ডে, ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ২৮১ বলে, ২৪ বাউন্ডারিসহ। সফরের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ৪ উইকেট হারিয়ে ৪০৪ রানে। অধিনায়ক কোহলি অপরাজিত ২০০, অশ্বিনও অন্যপ্রান্তে যোগ্য সঙ্গতে ৬৪ অপরাজিত। ৪ উইকেটে ৩০২ থেকে শুরু করে দ্বিতীয় দিনের প্রথম দু’ঘন্টায় ১০২ রান জুড়েছেন দুজনে।
  অধিনায়ক বিরাটের রেকর্ডও ঈর্ষণীয়। মাত্র ১১ টেস্টের ১৮ ইনিংসে তাঁর রান আপাতত ১০৯৬, গড় ৬৪.৪৭। শতরান করেছেন পাঁচটি। বিদেশে রান করার যে-প্রসঙ্গ বারবার উঠে আসে ভারতীয় ব্যাটসম্যানদের ক্ষেত্রে, বিরাট দুর্দান্ত এগোচ্ছেন সেখানেও। ৪২-এর মধ্যে ২৫ টেস্ট খেলেছেন বিদেশে, শতরান ৯, গড় ৪৭.৪৪ যা তাঁর দেশের গড় ৪৬.০৪-এর তুলনায় বেশি। কীভাবেই বা আটকাবেন তাঁকে?
  হ্যাঁ, এমন দুর্বল ওয়েস্ট ইন্ডিজ বোলিং সহজে পাওয়া যায় না, সত্যি। কিন্তু দুর্বল বোলিং পাওয়া আর তাদের বিরুদ্ধেও সমান তেজে রান করে যাওয়া, দুটো তো আর এক নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ শতরান করেছেন যার আবার ৫টি অস্ট্রেলিয়াতে। সবচেয়ে কটিন পরিস্থিতিতে, সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে, সংশয় আছে? শতরান রয়েছে জোহানেসবার্গ, ওয়েলিংটনেও।
  বিরাট অবশ্য পারলেন না নিজের প্রথম দ্বিশতরানকে এগিয়ে নিয়ে যেতে। মধ্যাহ্নভোজনের পর প্রথম বলেই আউট, ব্যক্তিগত ২০০ রানেই!

  No comments