• Breaking News

  ডিফেন্স চিন্তায় রাখছে মর্গ্যানকে

  ইস্টবেঙ্গল-৩    জর্জ টেলিগ্রাফ-২

  (রাহুল ৪০, রফিক ৬৯, জিতেন ৭২)

  রাইট স্পোর্টস ডেস্ক

  East_Bengal_logo

  ডিফেন্স নিয়ে ঘোরতর চিন্তা থাকতে পারে ট্রেভর জেমস মর্গ্যানের! অন্তত জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচে সেই দুশ্চিন্তারই ছাপ থেকে যাচ্ছে।

  ৭০ থেকে ৮২— এই বারো মিনিট ইস্টবেঙ্গল ডিফেন্সকে কিন্তু বেশ চাপেই পড়তে দেখা গেল। ওই সময় জর্জ টেলিগ্রাফ প্রথমে ১-২ করে। পরে আবার ২-৩ করে ফেলে।

  কলকাতা লিগ শুরুর আগে ইস্টবেঙ্গলই তুলনায় অনেক গোছানো টিম। দুই বিদেশি দং ও কালামকে পেয়ে গিয়েছে শুরুতেই। প্রায় পনেরো দিন হল অনুশীলনেও নেমে পড়েছে। তার পরও কিছু ফাঁক থেকে গিয়েছে লাল-হলুদ রক্ষণে। প্রকাশ্যে কিছু না বললেও ডিফেন্স নিয়ে মর্গ্যান নিজেও খানিকটা চাপে আছেন। তবে ধৈর্য হারাচ্ছেন না। লিগে নেমে পড়ার আগে যতটা সম্ভব নিজের টিমকে গুছিয়ে নিতে চাইছেন বিদেশি কোচ।

  গোল খাওয়া চাপে রাখলেও গোল দেওয়া স্বস্তিতেই রাখছে ইস্টবেঙ্গলকে।

  দুটো গোলের পাস অবিনাশ রুইদাস ও একটি দং হিউন দো-র। প্রথমার্ধের ৪০ মিনিটে ১-০ করেন রাহুল বেকে। দ্বিতীয়ার্ধে ২-০ মহম্মদ রফিকের। বাঙালি এই স্ট্রাইকারকে নিয়ে খুব সন্তুষ্ট মর্গ্যান। প্র্যাক্টিসে রফিকের উপর বাড়তি নজরও রেখেছেন বিদেশি কোচ।

  ৬৯ মিনিটে ২-০, পরের মিনিটেই জর্জ ১-২ করে। তার পরের মিনিটেই জিতেন মুর্মুর গোলে ৩-১। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৩-২।

  No comments