• Breaking News

  প্রয়াত হকি কিংবদন্তি শাহিদকে শেষ শ্রদ্ধা বিরাটেরও

  459201-virat-kohli-odis-sadnw-700রাইট স্পোর্টস ডেস্ক
  সারা দেশ যখন সদ্য প্রয়াত হকি কিংবদন্তি মহম্মদ শাহিদকে জানাচ্ছে শেষ শ্রদ্ধা, বিরাট কোহলিরাও তখন পিছিয়ে নেই।
  আজ রাত থেকে অ্যান্টিগায় শুরু হচ্ছে ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্ট। তার ঠিক আগে মাত্র ছাপান্ন বছরে প্রয়াত শাহিদের জন্য শোকে ডুবে বিরাট অ্যান্ড কোং।
  ভারতের অধিনায়ক প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনের শুরুতেই বিরাট বলেছেন, ‘ভারতীয় ক্রীড়া জগতের কাছে দুঃখের দিন। হকির আইকন চলে গেলেন। শুধু হকি নয়, ভারতের খেলার জগতে মহম্মদ শাহিদ ছিলেন অন্যতম গ্রেট প্লেয়ার। দেশকে প্রচুর সম্মান এনে দিয়েছেন।’
  কিডনি ও লিভারের সমস্যায় বুধবার সকালে গুরগাঁওয়ের এক হাসপাতালে মারা গিয়েছেন শাহিদ। ১৯৮০ সালের সোনা জেতা অলিম্পিকে টিমের অন্যতম সদস্য ছিলেন তিনি। মস্কোতে টিমকে অনেক ক্ষেত্রে একাই টেনে নিয়ে গিয়েছিলেন। সেই সময়কার টিমমেট তো বটেই, সারা দেশের কাছে হিরো হয়ে গিয়েছিলেন শাহিদ। তাঁর অদ্ভূত স্কিলের কথা এখনও সবার মুখে মুখে।
  বুধবার সকালে শাহিদ মারা যাওয়ার পর আরও অনেকের মতো টুইটারে শিখর ধাওয়ান লিখেছিলেন, ‘আমি পাঞ্জাবি। হকি আমার রক্তে রয়েছে। কিংবদন্তি মহম্মদ শাহিদের চলে যাওয়াটা চরম দুঃখের। নিজের সময়ে সেরা ড্রিবলার ছিলেন উনি।’
  দিল্লির ছেলে বিরাটও ডুবে রয়েছেন শাহিদে। বলেছেন, ‘মহম্মদ শাহিদের মতো ব্যক্তিত্বের চলে যাওয়া হকির পক্ষে অপূরণীয় ক্ষতি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। পুরো ভারতীয় ক্রিকেট টিমের তরফ থেকে বলছি, শাহিদের পরিবারের পাশে আছি আমরা।’

  No comments