• Breaking News

  টেস্টে আবার এক নম্বর বোলার অশ্বিন

  রাইট স্পোর্টস ডেস্ক

  [caption id="attachment_899" align="alignleft" width="300"]Ashwin টেস্টে আবার এক নম্বর বোলার অশ্বিন। ছবি— টুইটার[/caption]

  ওয়েস্ট ইন্ডিজকে একাই হারিয়ে দেওয়ার পুরস্কার হাতে-নাতে পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফস্পিনার টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক বছর পর আবার ফিরে পেলেন নিজের এক নম্বর জায়গাটা।

  অশ্বিন ছাড়াও বোলারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে কেউ নেই। বিরাট কোহলি ১২তম জায়গায়। টেস্টে দু’নম্বর টিম ভারতই। একে অস্ট্রেলিয়া।

  মাত্র কয়েক দিন আগে টেস্ট ক্রিকেট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন পাকিস্তানি লেগস্পিনার ইয়াসির শাহ। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের বাকি টিমমেটদের মতো ইয়াসিরও চরম ব্যর্থ। পাঁচে নেমে গিয়েছেন তিনি। তাঁকে সরিয়ে একে উঠে পড়লেন অশ্বিন। দুই থেকে চারে— জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং ডেল স্টেইন।

  অ্যান্টিগাতে প্রথম টেস্টে দারুণ ফর্মে ছিলেন অশ্বিন। কেরিয়ারের সেরা বোলিং করেছেন চেন্নাইয়ের অফস্পিনার। ৮৩ রানে ৭ উইকেট নিয়েছেন অশ্বিন। এই পারফরম্যান্সই তাঁকে শীর্ষে তুলে দিয়েছে। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকাতেও একে অশ্বিন। প্রথম ইনিংসে সেঞ্চুরি আরও দূরত্ব বাড়িয়েছে দু’নম্বরে থাকা বাংলাদেশের সাকিব আল হাসানের সঙ্গে।

  অশ্বিন যখন সবার উপরে, তখন আইসিসি র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ নেই কোনও ভারতীয় ব্যাটসম্যান। একে স্টিভ স্মিথ, দুইয়ে জো রুট। তিনে কেন উইলিয়ামসন। অ্যান্টিগাতে ২০০ করা বিরাট কোহলি ১২তম স্থানে।  ১৪তে অজিঙ্ক রাহানে। ১৭তম ও ১৮তম স্থানে মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারা।

   

  No comments