• Breaking News

  রিও অলিম্পিকের এই ২০ তথ‌্য জানেন কী?

  c225c9f1-0009-4287-8d87-b631581ce816৫ অগস্ট থেকে শুরু হচ্ছে রিও অলিম্পিক। উসেইন বোল্ট যেমন নটা সোনার খোঁজে নামবেন, তেমনই ভারতের লিয়েন্ডার পেজ কোর্টে নামবেন দেশের হয়ে সবচেয়ে বেশি অলিম্পিকে প্রতিনিধিত্ব করার রেকর্ড গড়তে। 


  মো ফারা থেকে ররি ম্যাকলরয়— ১৬ দিনের গেমসে ভরপুর মশলা। তুলে ধরা হল রিও গেমসের কুড়ি মজাদার তথ্য


  ১‌) ১৭ হাজার অ্যাথলিট নামছেন রিওতে


  ২) যেখানে অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান হবে, সেই মারাকানায় এক সঙ্গে ৭৮ হাজার লোক বসতে পারেন


  ৩) রিও অলিম্পিকে ২০৬টি দেশের প্রতিনিধিদের দেখা যাবে


  ৪) এই প্রথম উদ্বাস্তুদের টিম থাকছে অলিম্পিকে


  ৫) রিও গেমস দেখার জন্য ৭৫ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে


  ৬) অলিম্পিকের জন্য মেট্রোর ১০ মাইল সম্প্রসারণ হয়েছে। অতীতে কখনও গেমসের জন্য পরিকাঠামোগত এমন ব্যাপক বদল হয়নি


  ৭) বিশাল শহর রিওর চারটে সেন্টারে অলিম্পিক হবে। এক, বাহা দি তিজুকার অলিম্পিক পার্ক। দুই, দিওদোরো। তিন, কোপা কাবানা বিচ। চার, উত্তর রিওর মারাকানা ও অলিম্পিক স্টেডিয়াম


  ৮) ফটোগ্রাফার ও সাংবাদিক মিলিয়ে সংবাদমাধ্যমের ২৫ হাজার প্রতিনিধি থাকবেন রিওতে


  ৯) গেমসের সময় ৫ লাখ টুরিস্ট থাকবে রিওতে


  ১০) রিওতে সববাসকারী ৬১ শতাংশ মানুষ বলছেন, গেমস সফল হবে। আশঙ্কা প্রকাশ করেছেন ২১ শতাংশ।


  ১১) অলিম্পিক ভিলেজে অ্যাথলিটদের থাকার জন্য ৩৬০৪ অ্যাপার্টমেন্ট বানানো হয়েছে। গেমসের পর যা বিক্রি করা হবে


  ১২) প্রতিদিন ডাইনিং হলে ৬০ হাজার লোক খাওয়াদাওয়া করবেন


  ১৩) কতটা বড় হতে পারে গেমসের ডাইনিং হল? পাঁচটা জাম্বো জেট ধরে যাবে। বা পাশাপাশি দুটো ফুটবল মাঠ


  ১৪) অলিম্পিক ভিলেজে কত চেয়ার থাকতে পারে? ৮০ হাজার


  ১৫) রাগবি সেভেন্স এই প্রথম দেখা যাবে অলিম্পিকে


  ১৬) রিওতে এ বার শুধু ফুটবলের জন্য ৪০০ বল ব্যবহার করা হবে


  ১৭) অলিম্পিকে কখনও সোনা জেতেনি ব্রাজিল


  ১৮) ১১২ বছর পর আবার অলিম্পিকে জুড়েছে গল্ফ


  ১৯) ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিচেল তেমের অলিম্পিকের উদ্বোধনীতে থাকবেন


  ২০) সাড়ে চার লাখ কন্ডোম রিও গেমসে ব্যবহার হতে পারে। মানে, ১১ হাজার অ্যাথলিটের মাথা পিছু ৪১টা করে। অথবা দিনে দুটো করে

  No comments