• Breaking News

  বিরাট, অশ্বিন আর রেকর্ড

  রাইট স্পোর্টস ডেস্ক

  virat1

  অ্যান্টিগাতে যেন আগুন ছড়াতে শুরু করে দিল বিরাট কোহলির ভারত। রানের ছড়াছড়ি। রেকর্ডেরও। ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্টের দুটো দিনে যা যা ঘটল তুলে ধরল রাইট স্পোর্টস।

  বিরাটের ডবল সেঞ্চুরি‌: টেস্টে কোনও ভারতীয় ক্যাপ্টেনের বিদেশে এই প্রথম ডাবল সেঞ্চুরি। ১৯২ ছিল আজহারের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে, ১৯৮৯-৯০ সালে

  দশ বছর পর‌: ২০০৬ সালে এশিয়ার বাইরে কোনও ভারতীয় হিসেবে বিরাটের ২০০। আগেরটা ওয়াসিম জাফরের (২১২)

  দ্বিতীয় সেরা‌: ৫৬৬-৮ তুলে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ৫৮৮-৮ ছিল ২০০৬ সালে

  কম বয়সে‌: মাত্র ২৭ বছর বয়সে অধিনায়ক হিসাবে ক্যারিবিয়ান সফরে ডবল সেঞ্চুরি করলেন বিরাট। এর আগে ১৯৫৫ সালে ডেনিস অ্যাটকিনসন ২১৯ করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ২৮

  তৃতীয় বার‌: বিরাট কোহলি তৃতীয় সফরকারী অধিনায়ক, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করলেন

  কেরিয়ারের সেরা‌: এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে বিরাটের সর্বোচ্চ ছিল ১৯৭। ২০০৮-০৯ সালে দিল্লির হয়ে করেছিলেন পাকিস্তানের এনজিপিএলের বিরুদ্ধে। আর টেস্টে, ১৬৯

  ব্যতিক্রমী‌: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লোয়ার অর্ডারে নেমে তিনটে সেঞ্চুরি ছিল একমাত্র কপিলদেবের। এখন সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিনও। আগের দুটো এসেছিল সাত নম্বরে ব্যাট করে। এ বারেরটা পেলেন ছ’নম্বরে নেমে

  খরুচে‌: ঘরের মাঠে কোনও টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রান দিলেন লেগস্পিনার দেবেন্দ্র বিশু

  ধারাবাহিক‌: এই নিয়ে টানা ২২তম বার ঘটল এই ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের যোগফল পঞ্চাশও পার হল না। ধারাবাহিকই বটে!

  No comments