• Breaking News

  জাডেজা-অশ্বিন ঘূর্ণিতে শেষ ওয়েস্ট ইন্ডিজ একাদশ‌

  ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশ‌: ১৮০
  (কর্নওয়াল ৪১, জাডেজা ৩-১৬, অশ্বিন ৩-৬২, অমিত ২-৪৫)
  ভারত‌: ৯৩-৩
  (রাহুল ৩০ নট আউট, পূজারা ২৮, বিজয় ২৩)


  Captureরাইট স্পোর্টস ডেস্ক
  দ্বিতীয় প্র্যাক্টিস ম্যাচ থেকেই বিরাট কোহলিকে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখাতে শুরু করলেন তিন স্পিনার!
  রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্রদের ঘূর্ণিতে দ্বিতীয় প্র্যাক্টিস ম্যাচের প্রথম দিনই ১৮০-তে শেষ ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশ। তিন স্পিনারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অশ্বিন। ১৩ ওভার বল করে ৯ ওভার মেডেন। ১৬ রান দিয়ে বাঁ হাতি স্পিনার নিয়েছেন ৩ উইকেট। সেখানে অশ্বিনের ৬২ রানে ৩ উইকেট। আর এক স্পিনার অমিত মিশ্র ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে নিয়েছেন ২টি। শর্দুল ঠাকুর ও স্টুয়ার্ট বিনির একটি করে উইকেট।
  দু’দিনের প্র্যাক্টিস ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের সুযোগ করে দেওয়াটাই ছিল মূল লক্ষ্য। তিন স্পিনার সেই সুযোগটা করে দিলেন ভারতীয় ব্যাটসম্যানদের। কিন্তু সেটা কাজে লাগাতে পারলেন না ওপেনাররা। মুরলি বিজয় তাও ২৩ করেছেন। শিখর ধাওয়ান ৯ করে আউট হন। প্রথম দিনের শেষ ওভারে আউট হন চেতেশ্বর পূজারা (২৮)।
  দারুণ ফর্মে রয়েছেন লোকেশ রাহুল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম বল থেকে আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। দিনের শেষে ভারত ৯৩-৩।

  No comments