• Breaking News

  বিরাটের আগ্রাসনই চান কুম্বলে

  [caption id="attachment_562" align="alignleft" width="300"]কুম্বলের চোখে নতুন স্বপ্ন। ছবি— বিসিসিআই কুম্বলের চোখে নতুন স্বপ্ন। ছবি— বিসিসিআই[/caption]

  রাইট স্পোর্টস ডেস্ক


  যে জন্য বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে বিরাট কোহলিকে, তাঁর সেই অতি-আগ্রাসনই দেখতে চান নতুন ভারতীয় কোচ!


  অনিল কুম্বলে বলেছেন, ‘যার যেটা সহজাত, সেটা পাল্টানোর চেষ্টা আমি কোনও ভাবেই করব না। আমি আগ্রাসন অত্যন্ত ভালোবাসি। নিজেও আগ্রাসী ক্রিকেটার ছিলাম। বিরাটের আগ্রাসনটা পাল্টাতে চাই না।’


  সোমবারই বেঙ্গালুরুতে শেষ হল ভারতের শিবির। মঙ্গলবার রাতে মুম্বই হয়ে সেন্ট কিটস উড়ে যাবেন বিরাট, রাহানেরা। তার আগে কুম্বলে থেকে বিরাট, মিডিয়ার সামনে খুল্লামখুল্লা।


  কোচ হিসেবের ভারতীয় টিমের সঙ্গে কুম্বলের এটাই প্রথম সফর। তার আগে বেঙ্গালুরুর শিবিরে টিমকে পুরোপুরি তৈরি করে নিয়েছেন। কুম্বলের মতো বিরাটও বলেছেন, ‘অলিন ভাইয়ের মধ্যে অনেক কিছু পেয়েছি। ও সব সময় ভীষণ পজিটিভ। প্রত্যেকের কাছে সেরাটাই দাবি করে।’


  চার টেস্টের সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১ জুলাই প্রথম টেস্ট। সব মিলিয়ে সামনের এক বছরে টানা ১৭টা টেস্ট খেলবে ভারত। র‍্যাঙ্কিংয়ের খাতায় এক নম্বরে উঠে আসাটাই লক্ষ্য কোহলির। ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন বলেছেন, ‘র‍্যাঙ্কিংয়ের খাতায় এক নম্বরে উঠে আসাটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য, প্রতিটা ম্যাচে সেরাটা দেওয়া। সেটা যদি পারি, র‍্যাঙ্কিংও ভাল হয়ে যাবে।’

  No comments