• Breaking News

  শহরে চলে এলেন মর্গ্যান ও সহকারী ড্রাইডেন

  রাইট স্পোর্টস ডেস্ক

  eb1

  নতুন মরসুমের বল গড়াতে শুরু করে দিল লাল-হলুদে। শনিবার গভীর রাতে শহরে চলে এলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান ও তাঁর সহকারী রিচার্ড ড্রাইডেন।

  সোমবার থেকেই টিম নিয়ে মাঠে নেমে পড়ছেন মর্গ্যান। প্রথম দু’দিন মেডিক্যাল টেস্ট। বুধবার থেকে পুরো মাত্রায় প্র্যাক্টিস। তার মধ্যে আবাসিক শিবিরে ঢুকে পড়ারও ভাবনা রয়েছে ইস্টবেঙ্গল কোচ মর্গ্যানের।

  শনিবার সাউদাম্পটনে খেলা ডিফেন্ডার ড্রাইডেনও চলে এলেন মর্গ্যানের সঙ্গে। ১৯৯১ সালে তিনি ম্যানচেস্টার সিটিতে গিয়েছিলেন লিয়েনে। তবে একটাও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। ১৯৯৩-৯৪ মরসুমে বার্মিংহ্যাম সিটিতে যখন খেলতেন, ওই টিমে ছিলেন মর্গ্যানও। সেই থেকে বন্ধুত্ব দু’জনের। এ বার তাই শুরু থেকে ড্রাইডেনকে সহকারী চেয়েছিলেন ব্রিটিশ কোচ। তাঁকে সঙ্গে নিয়ে শনিবার শহরে পা দিলেন মর্গ্যান।

  সাউদাম্পটনের প্রাক্তন ডিফেন্ডার কলকাতায় আসার আগেই নিজের টুইটারে লিখেছেন, ‘ইস্টবেঙ্গলের সহকারী কোচ হিসেবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। দারুণ সুযোগ।’ কখনও ভারতে না এলেও ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির কথা জানেন ড্রাইডেন।

  কলকাতা লিগের দিকে তাকিয়ে টিম প্রায় গুছিয়ে নিয়েছেন মর্গ্যান। এক জন বিদেশি স্ট্রাইকার খুঁজছেন।

  No comments