• Breaking News

  ১১ ধাপ উঠে ভারত ১৩৭-এ

  [caption id="attachment_2063" align="alignleft" width="300"]ভারতের নতুন ফিফা র্যা ঙ্কিং ভারতের নতুন ফিফা র্যা ঙ্কিং[/caption]

  রাইট স্পোর্টস ডেস্ক

  ফিফা র‍্যাঙ্কিংয়ে গত ছ’বছরে সেরা জায়গায় পৌঁছল ভারত। ১৪৮ থেকে ১১ ধাপ উঠে ১৩৭-এ।

  প্রাক বিশ্বকাপে যতই খারাপ ফল হোক না একেই থেকে গেল মেসির আর্জেন্তিনা। দুইয়ে জার্মানি। তিনে নেইমারের ব্রাজিল।

  স্টিফেন কনস্ট্যান্টাইনের হাত ধরে সাম্প্রতিক কালে ভারতীয় দলের পারফরম্যান্স বেশ ভালো। তারই সুফল মিলল। এর আগের মাসে বেশ কয়েক ধাপ উঠে ১৪৮-এ পৌঁছেছিল ভারত। সেখান থেকে আবার অনেকখানি উত্থান হল সুনীল ছেত্রী, জেজে লালপেখলুয়াদের। সব মিলিয়ে ভারতের আপাতত ২৩০ পয়েন্ট।

  ২০১০ সালের অগাস্ট মাসে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩০-এর ধারে কাছে পৌঁছে ছিল। তার পর থেকে শুধুই পতন। সেখান থেকে আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারত।

  বুধবার রাতে প্রথম ভারতের প্রথম কোনও ক্লাব হিসেবে বেঙ্গালুরু এফসি এএফসি কাপের ফাইনালে পা দিয়েছে। তার চব্বিশ ঘণ্টার মধ্যে খুশির খবর, ভারতের ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৪০-এর মধ্যে ঢুকে যাওয়া। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফেও সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে তা।

  ফিফা র‍্যাঙ্কিংয়ের চার থেকে দশে যথাক্রমে‌: বেলজিয়াম, কলম্বিয়া, চিলি, ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে ও স্পেন।

  No comments