• Breaking News

  প্রয়াত কার্লোস আলবের্তোকে জয় উৎসর্গ ব্রাজিলের

  [caption id="attachment_2235" align="alignleft" width="300"]ব্রাজিলের উৎসব। মেসিদের হারানোর পর। ছবি— টুইটার ব্রাজিলের উৎসব। মেসিদের হারানোর পর। ছবি— টুইটার[/caption]

  রাইট স্পোর্টস ডেস্ক

  মাঠে নামার আগে ড্রেসিংরুমে পনের মিনিটের বক্তব্য রেখেছিলেন কোচ। তার সারমর্ম ছিল, ‘সদ্য প্রয়াত দেশের অন্যতম তারকা ফুটবলার কার্লোস আলবের্তোর জন্য ম্যাচটা খেলো।’

  আর্জেন্তিনাকে ৩-০ হারানোর পর ড্রেসিংরুংমের গল্প প্রকাশ্য‌ে এনেছেন কোচ তিতে। ব্রাজিল কোচ বলেছেন, ‘টিম স্পিরিট বাড়ানোর জন্য ম্যাচের ঠিক আগে ড্রেসিংরুমে একটা ছোট্ট বক্তব্য রেখেছিলাম। সদ্য প্রয়াত কার্লোস আলবের্তোর ছবির সামনে ওই কথাগুলো টিমকে যে কতটা তাতিয়ে দিয়েছিল, মাঠে নেমে বুঝতে পারলাম। এমন ফুটবল খেলবে টিম, আমিও আশা করিনি। আমরা এই জয় কার্লোস আলবের্তোকেই উৎসর্গ করছি।’

  দেশ জুড়ে এখন তিতেকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাস। দু’বছর আগে বিশ্বকাপ সেমিফাইনালে বেলো ওরিজোন্তের মিনেইরাও স্টেডিয়ামেই জার্মানির কাছে ১-৭ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। দু’বছর পর সেই মাঠে নেমেই অতীত মুছিয়ে দিলেন তিতে। ম্যাচের পর গ্যালারিতে তাঁকে নিয়ে স্লোগানও ওঠে। শোনা যায়, ‘ওলে, ওলে, তিতে, তিতে’ গানও। ‘আর্জেন্তিনার মতো টিমের বিরুদ্ধে কী ভাবে খেলতে হয়, আমরা জানি। বিশেষ করে যখন ওরা দারুণ খেলে, তখন কী ভাবে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হয়, সেটাও জানি। টিম ফের প্রমাণ করল, সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে ছিল। প্রতি দিন ছেলেরা উন্নতি করছে।’

  লিও মেসি এই ম্যাচে একেবারেই খেলতে পারেননি। কয়েকটা ফ্রি কিক নেওয়া ছাড়া এলএম টেনকে বর্ণহীন দেখিয়েছে। আর সেটা যে তিতের অঙ্কই ছিল, তাও পরিষ্কার করে দিয়েছেন। তিতের কথায়, ‘আমাদের এটা লক্ষ্যই ছিল মেসির পায়ে যাতে বল না পড়ে। সেটা সাফল্যের সঙ্গে আমরা করে দেখেয়েছি।’

  নেইমার, কুতিনিও, পাওলিনিওদের হাত ধরে ক্রমশ জন্ম নিচ্ছে এক নতুন ব্রাজিল!

  No comments