• Breaking News

  কেরল-চেন্নাই, আবার চড়া মেজাজের ম্যাচ?

  আইএসএল মিডিয়া রিলিজ


  হিরো ইন্ডিয়ান সুপার লিগে দাক্ষিণাত্যের ডার্বি-তে সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কেরালা ব্লাস্টার্স দশম ম্যাচে খেলবে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে, শনিবার। জওহরলাল নেহরু স্টেডিয়ামেও প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা একই থাকবে।


  প্রথম আইএসএল-এর সেমিফাইনালে চেন্নাইকে হারিয়ে দিয়েছিল কেরল। তারপর থেকেই এই দুই দল মুখোমুখি হলেই বেড়েছে উত্তেজনা। চেন্নাইতে এ-মরশুমের প্রথম ম্যাচেও একই ব্যাপার দেখা গিয়েছিল, খেলা শেষে দুই দলের ফুটবলারদের হাতাহাতি-বিবাদে। বিপক্ষ ও ম্যাচ অফিসিয়ার ছাড়া অন্যান্যদের বিরুদ্ধে অখেলোয়াড়চিত আচরণের জন্য চেন্নাইয়ের কোচ মার্কো মাতেরাজ্জিকে এক ম্যাচের জন্য নির্বাসিতও হতে হয়েছিল। শনিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামেও ব্যতিক্রম হওয়া কঠিন। গরম থাকবে আবহাওয়া!


  ‘প্রতিটি ম্যাচের আগে ফুটবলারদের একটাই কথা বলি। এগার-র বিরুদ্ধে দশজন খেলে কোনও লাভ নেই। শৃঙ্খলা খুব জরুরি। আমার যা মনে হয়, শেষ ম্যাচে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল,’ বলেছেন কেরালা ব্লাস্টার্সের কোচ স্টিভ কোপেল, আগের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর মাতেরাজ্জির সঙ্গে তাঁর দলের এক ফুটবলারের বিবাদ প্রসঙ্গে।


  ঘরের মাঠে শেষ ম্যাচে কেরল খুবই গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছিল এফসি গোয়ার বিরুদ্ধে। কোপেল মনে করছেন, জিতলেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই, যতক্ষণ না সেমিফাইনালে জায়গা নিশ্চিত হচ্ছে।


  ‘প্রতিটি ম্যাচই নতুন চ্যালেঞ্জ। লিগে প্রতিটি ম্যাচের ফলাফল দেখুন। মনে হবে, প্রায় প্রতিটি ম্যাচেই অঘটন ঘটছে। আইএসএল-এ যে কোনও দল যে কোনও দিন যে কোনও দলকে হারাতে পারে, সত্যিই। তাই আত্মতুষ্ট হবেন কী করে? প্রস্তুতিতে একটুই খামতি রাখার জায়গা নেই,’ বলেছেন কোপেল।


  চেন্নাইয়িন এফসি-কেও ঘুরে দাঁড়াতে হবে, কারণ শেষ ম্যাচে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে তারা হেরেছিল ১-৪। কোচ মাতেরাজ্জি প্রতি ম্যাচে প্রথম একাদশে গড়ে অন্তত চারজন করে পাল্টেছেন। ৮ ম্যাচে ৩০ জন! রক্ষণে চারজনকে বাদ দিলে, বোঝাই যাচ্ছে, মাতেরাজ্জি এখনও প্রথম একাদশ নিয়ে নিশ্চিত নন।


  ‘ফুটবল বড় সুন্দর খেলা। আগের দিনের ওই খেলার পর আবার দেখুন নতুন সুযোগ। তাই এবার নতুন করে লক্ষ্য স্থির করতে হবে,’ বলেছেন মাতেরাজ্জি।


  ২০১৪ সালে সেই শুরুর দিন থেকে মাতেরাজ্জি আছেন চেন্নাইতে। তাই, দুই দলের পারস্পরিক শত্রুতার ব্যাপারে ওয়াকিবহাল। কেরালা ব্লাস্টার্স যে নিজেদের মাঠে বিরাট সমর্থন পাবে, সেটাও ভাল করেই জানেন মাতেরাজ্জি। তবে, জোর দিয়েই বলেছেন, ‘খেলা সুন্দরই হবে, কালও।’


  ৮ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। আছে সপ্তম স্থানে। তাদের পরে শুধু এফসি গোয়া এখন, যাদেরকে হারিয়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই!

  No comments