• Breaking News

  ধোনিকে টপকে গেলেন রোহিত

  রাইট স্পোর্টস ডেস্ক

  আইপিএলের প্রথম টিম হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে শুধু তিনবার খেতাব জেতানোই নয়, কুড়ি-বিশের রেকর্ডের খাতায় মহেন্দ্র সিং ধোনিকেও টপকে গেলেন রোহিত শর্মা!

  কেরিয়ারে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেতাব তাঁর নামের পাশে। সব মিলিয়ে জিতলেন সাতটা ট্রফি। যা ধোনি তো বটেই, আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।

  ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় টিমের সদস্য ছিলেন রোহিত। ২০১৬ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিমেরও। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ এক বার টি-টোয়েন্টি খেতাব। এ ছাড়া, চার বার আইপিএল চ্যাম্পিয়ন। তিন বার মুম্বইয়ের হয়ে। এক বার ডেকান চার্জার্সের হয়ে।

  ধোনির রয়েছে ৬টা খেতাব। সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, অম্বাতি রায়াডুরাও জিতেছেন ৬টি করে টি-টোয়েন্টি খেতাব। ৫টি করে জিতেছেন ইউসুফ পাঠান ও হরভজন সিং।

  এক নজরে আইপিএল দশ


  ব্যাটিং


  অরেঞ্জ ক্যাপ‌: ডেভিড ওয়ার্নারের, ৬৪১ রান


  সবচেয়ে বেশি ছয়‌: গ্লেন ম্যাক্সওয়েলের, ২৬টি


  সর্বোচ্চ স্কোর‌: ডেভিড ওয়ার্নারের, ১২৬


  সেরা ব্যাটিং স্ট্রাইক রেট‌: ক্রিস লিন, ১৮০.৯৮


  বোলিং


  সেরা বোলার‌: ভুবনেশ্বর কুমার, ২৬ উইকেট


  সেরা বোলিং বিশ্লেষণ‌: অ্যান্ড্রু টে, ৫-১৭


  সেরা বোলিং গড়‌: অ্যান্ড্রু টে, ১১.৭৫


  সেরা বোলিং ইকনমি‌: নাথু সিং, ৩.৭৫


  No comments