• Breaking News

  সিগেম্যান দাবায় ভারতের একমাত্র প্রতিযোগী হরিকা

  রাইট স্পোর্টস ডেস্ক


  সু্ইডেনের হিপ থিয়েটারে শুরু হচ্ছে টেপে সিগেম্যান দাবা প্রতিযোগিতা। ভারতের একমাত্র প্রতিযোগী সেখানে গ্র্যান্ডমাস্টার হরিকা দ্রোনবল্লি। সদ্য শেষ হওয়া রেকজাভিক ওপেনে সেরা মহিলা দাবাড়ুর শিরোপা পেয়েছেন হরিকা। সেই সাফল্য সঙ্গে নিয়েই খেলতে এসেছেন মালমোয় আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতায় যা এবার ২৩ বছরে পা দিল।

  দাবার জগতে অন্যতম কঠিন প্রতিযোগিতায় এর আগে বিশ্বের সেরা দাবাড়ুরা অংশ নিয়েছেন। প্রায় ২ বছর পর বসছে এই দাবা প্রতিযোগিতার আসর। আগামী কয়েকদিনে জড়ো হবেন বিশ্বের বেশ কয়েকজন সেরা দাবাড়ু।

  প্রতিযোগিতায় দাবাড়ুদের গড় রেটিং ২৬৪৪। ফলে এটা হতে চলেছে সুইডেনে এবছরের সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট। প্রতিযোগিতায় ভারতের একমাত্র প্রতিনিধি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দশম হরিকা। এছাড়া থাকছেন বিশ্বের ১৪ নম্বর দাবাড়ু ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার পাভেল এনজানভ, জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার বাদুর জোবাভা, ইংল্যান্ডের নাইজেল শর্ট ও সুইডেনের  নিলস গ্র্যান্ডেলিয়াস ও এরিক ব্লমকিউভিস্ট।

  সুইডেনে এই প্রথমবার খেলবেন হরিকা। ভাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। ‘আগে সুইডেনে খেলিনি। তবে ভাল খেলতে পারব, আশা করছি। জবরদস্ত লড়াই হবে, নিশ্চিত।’ আগামী ১০ মে মধ্য ইউরোপীয় বেলা দুটোয় রাউন্ড রবিন টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা শুরু হবে।

  No comments