• Breaking News

    হকির সোনার মেয়ে সুনীতার সেঞ্চুরি

    রাইট স্পোর্টস ডেস্ক

    দেশের হয়ে ১০০টা আন্তর্জাতিক হকি ম্যাচ খেলে সেঞ্চুরি করে  ফেললেন ভারতীয় মেয়ে দলের ডিফেন্ডার সুনীতা লাকড়া। বৃহস্পতিবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ সিরিজের ম্যাচের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এটাই তাঁর হকিতে শততম আন্তর্জাতিক ম্যাচ। ভারতের হয়ে ২০০৯ সালে আন্তর্জাতিক হকিতে যাত্রা শুরু হয় সুনীতার। তখন থেকেই তিনি ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। নিউজিল্যান্ডে দীপ গ্রেস এক্কা, নমিতা টোপ্পো, সুশীলা চানু, উদিতা ও গুরজিৎ কুমারের সঙ্গে জাতীয় দলের ডিফেন্স সামলাচ্ছেন সুনীতা।

    সুনীতা লাকড়ার জন্ম ওড়িশায়। ১৭তম এশিয়ান গেমস, রিও অলিম্পিক্সে জাতীয় হকি দলের হয়ে খেলেছেন এই তরুণী। চতুর্থ উওম্যান এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি, কানাডায় উওমেন্স হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড টুতেও অংশ নিয়েছেন। 'সুনীতা খুবই পরিশ্রমী ও প্রতিভাবান খেলোয়াড়। ধারাবাহিকভাবে ভাল খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ১০০টা আন্তর্জাতিক হকি ম্যাচ খেলার জন্য আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি,' বলেছেন হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ। ভবিষ্যতের ম্যাচগুলিতেও ভাল পারফরম্যান্স করবেন সুনীতা, এমনই মনে করেন মুস্তাক।

    No comments