• Breaking News

  বছর শেষের আগেই ১ নম্বর হতে চান সিন্ধু

  রাইট স্পোর্টস ডেস্ক


  বছর শেষ হওয়ার আগেই ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর জায়গাটা দখল করতে চান পিভি সিন্ধু। রিও অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এখন চতুর্থ। সেরা তিনজনের একজন হতে আগ্রহী তো বটেই, নিজেকে শীর্ষেই দেখতে চান। বলেছেন, ‘এখন আমি চতুর্থ স্থানে। এই বছরের শেষে নিজেকে বিশ্বের সেরা তিনজনের মধ্যে দেখতে চাই। আগেই যেহেতু দুনম্বরে পৌঁছেছিলাম, শীর্ষে নিজেকে দেখতে পেলে নিশ্চয়ই ভাল লাগবে। সে জন্য অবশ্য খুবই ভাল খেলতে হবে। র‍্যাঙ্ক বাড়বে তা হলেই।’

  অস্ট্রেলিয়ায় আসন্ন সুদিরমান কাপ ওয়ার্ল্ড মিক্সড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারত ভাল ফল করবে বলে মনে করেন রিওয় রুপো-পাওয়া সিন্ধু। টুর্নামেন্ট চলবে ২১ থেকে ২৮ মে। ভারতের র‍্যাঙ্ক নবম। খেলতে হবে ইন্দোনেশিয়া ও ডেনমার্কের বিরুদ্ধে। পারিবারিক কারণে এই টুর্নামেন্টে খেলবেন না সাইনা নেহওয়াল। সাইনার অনুপস্থিতিতে কোনও সমস্যা হবে না বলেই মনে করেন সিন্ধু। রিওয় তাঁর প্রতিদ্বন্দ্বী, এখন বিশ্বের ১ নম্বর তাই জু ইংয়ের সঙ্গে এই টুর্নামেন্টে তাঁর ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, ভাবছেন। যদিও দুজনেই শেষ ম্যাচ খেলেছেন অলিম্পিকে ও অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে। তাই-এর বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট খোয়ানোর কথা ভাবছেনই না, জানিয়েছেন পিভি। ‘বেশ ভাল খেলছে তাই, ম্যাচও জিতছে। তবে আমার সঙ্গে ম্যাচও ভালই জমবে।’ চায়না ওপেন ও ইন্ডিয়া ওপেন জিতে এখন মনোবল তুঙ্গে এই চ্যালেঞ্জারের।

  অলিম্পিক্সের পর এদেশে ব্যাডমিন্টন বেশ গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘অলিম্পিক্সের পর অনেক বদল দেখতে পাচ্ছি। বাচ্চারাও ব্যাডমিন্টন খেলতে আসছে। অনেকগুলো আকাদেমিও তৈরি হয়েছে। খেলা হিসাবে ব্যাডমিন্টন যে গুরুত্ব পাচ্ছে এটাই সবচেয়ে ভাল।’

  No comments