• Breaking News

  রবিবার গা-ঘামানো ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটরা, বিশ্রামে যুবরাজ

  রাইট স্পোর্টস ডেস্ক


  চ্যাম্পিয়নস ট্রফির আগে রবিবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে বিরাট কোহলির ভারত। গা-ঘামানো ম্যাচে আপাতত সকলেরই নজর অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও ফাস্ট বোলার মহম্মদ সামির দিকে।

  পাকিস্তানের বিরুদ্ধে প্রতিযোগিতার প্রথম ম্যাচ ৪ জুন। টানা ৬ সপ্তাহ আইপিএল-এ ২০-ওভার করে খেলার পর দুটি ওয়ার্ম ম্যাচ ৫০ ওভারের খেলায় ফিরতে সাহায্য করবে ভারতীয় ক্রিকেটারদের। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ভারত।

  একটানা ১৩ টেস্ট খেলার পর অশ্বিনকে ২ মাস বিশ্রাম নিতে বলেছিল বিসিসিআই। ফলে এবার আইপিএলে খেলেননি অশ্বিন। দু মাস পর মাঠে বল হাতে তিনি কী চমক দেন, সেদিকেই এখন নজর সকলের। দুটো ওয়ার্ম আপ ম্যাচই তৈরি হওয়ার সুযোগ দেবে অশ্বিনকে। কোনও কারণে ১১ জনের দলে একজন স্পিনার রাখার সিদ্ধান্ত হলে রবীন্দ্র জাদেজার সঙ্গে লড়তে হবে তাঁকে।

  ওভালের পিচে ৩০০ প্লাস রান ওঠাটাই স্বাভাবিক। ফলে কেন উইলিয়ামস, মার্টিন গুপ্টিলের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন অশ্বিন। জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে বেশ কিছু নতুন কৌশল তিনি কাজে লাগাতে চান।

  নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দুটিতে বল করতে পারেন মহম্মদ সামিও। ২০১৫য় সিডনিতে বিশ্বকাপ সেমিফাইনালের পর ভারতের হয়ে ৫০ ওভারের ম্যাচ যিনি আর খেলেননি। পুরোপুরি ফিট হয়েই যোগ দিয়েছেন দলে। তাঁর বলের দ্রুত গতি ও দুদিকেই সুইং করানোর ক্ষমতা দলের সম্পদ।

  ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্য জায়গা করে নিতে আগ্রহী ১১ জনের দলে। কিন্তু, গা-ঘামানো ম্যাচে নিশ্চিতভাবেই দল পরিচালন সমিতি দেখে নিতে চাইবে সামিকে, যাঁকে ভারতের সেরা বোলার বলে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক।

  ব্যাটসম্যানদের মধ্যে শুরুতেই থাকছেন রোহিত শর্মা। তবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ানস-এর হয়ে ওপেন করেননি তিনি। লোকেশ রাহুলের কাঁধে  অস্ত্রোপচার হওয়ায় সুযোগ পাচ্ছেন শিখর ধাওয়ান। ২০১৩র চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা ব্যটসম্যানের পুরস্কার পেয়েছিলেন শিখর। এবারও ১১ জনের দলে জায়গা পাকা করে নিতে চাইবেন তিনি।

  যুবরাজ সিংয়ের জ্বর হয়েছিল। অনুশীলন করেননি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে গা-ঘামানো ম্যাচেও তাঁকে বিশ্রাম দেওয়া হবে, জানিয়েছেন চিকিৎসকরা। তবে, ভাবনার কিছু নেই, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, আশ্বাসসহ। পাকিস্তানের সঙ্গে ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচকে কাজে লাগাতে চাইবেন ভারতীয় দলের সবাই-ই।

  No comments