• Breaking News

    ব্যাঙ্ককে এশিয়ান ইউথ অ্যাথলেটিক্সে রিলেতে ভারতের সোনা

    রাইট স্পোর্টস ডেস্ক


    ব্যাঙ্ককে দ্বিতীয় এশিয়ান ইউথ অ্যাথলেটিক্সে ছেলেদের মেডলি রিলে রেসে সোনা জিতল ভারত। মঙ্গলবার রিলেতে সোনা জেতেন গুরিন্দারবীর সিং,পালেন্দর কুমার, মণীশ ও অক্ষয় নৈন। দৌড় শেষ করতে ভারতীয় দল সময় নেয় ১ মিনিট ৫৫.৬২ সেকেন্ড। চিনা তাইপেই ও হংকংকে হারিয়ে সোনা জেতে ভারত। প্রতিযোগিতার শেষ দিনে ছেলেদের জ্যাভেলিন থ্রোয়ে রুপো ও ব্রোঞ্জ পেলেন ভারতের রোহিত যাদব ও অবিনাশ যাদব। পুরো টুর্নামেন্টে পদকজযের হিসাবে ভারতের স্থান তৃতীয়। ভারত জিতেছে ৫টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। পদকজয়ে শীর্ষে রয়েছে চিন। চিনাদের দখলে ১৬টি সোনা, ৯টি রুপো ও ৫টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে রয়েছে চিনা তাইপেই - ৬টি সোনা, ৭টি রুপো ও ২টি ব্রোঞ্জ।

    এর আগে সোমবার ডিসকাস থ্রোয়িংয়ে চ্যাম্পিয়নশিপের রেকর্ড ভেঙে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন ভারতের অভয় গুপ্তা। রুপো পেয়েও রেকর্ড ভেঙেছিলেন সাহিল সিলওয়াল।

    No comments