• Breaking News

  ইস্টবেঙ্গলকে টানছেন অধিনায়ক অর্ণব

  শান্তনু ব্যানার্জি


  প্রথম দিনের শেষে ভাল জায়গায় ইস্টবেঙ্গল। সিএবি পরিচালিত প্রথম ডিভিশন লিগের ফাইনালে টাউন ক্লাবের বিরুদ্ধে। ইডেন গার্ডেনস-এর ২২ গজে দিনের শেষে ২৯২ রান, ৭ উইকেটে। লাল-হলুদ অধিনায়ক অর্ণব নন্দী ১১৬ বলে ৭৩ রানে অপরাজিত। সঙ্গে সৌরভ মণ্ডল ৩০ অপরাজিত, ৫৩ বলে।

  ইস্টবেঙ্গলের হয়ে আরও যাঁরা রান পেলেন - বিবেক সিং ৬০, কৌশিক ঘোষ ৩৪, সোহম ঘোষ ৭৬। টাউনের পক্ষে দীপক সিং ৩টি, ছোট্টু সরকার ২টি, সায়ক ঘোষ এবং আজাজ আনসারি ১টি করে উইকেট নিয়েছেন।

  ইস্টবেঙ্গলের অধিনায়ক অর্ণব নন্দী জানিয়েছেন, ‘শুরুটা ভাল হলেও পরে তিন উইকেট পড়ে যাওয়ার ফলে টিম চাপে পড়ে গিয়েছিল। তখন ২২০ রানে ৭ উইকেট ছিল। এরপরেই আমার আর সৌরভের জুটিতে ৭২ রান। আগামীকাল আমাদের ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে, কাজ এখনও শেষ হয়নি। আরও অন্তত ৩০ ওভার মাঠে থাকতে হবে, বড় রানের লক্ষ্যে’।

  টাউনের কোচ কাঞ্চন মল্লিক বলেছেন, ‘২২০ রানে ইস্টবেঙ্গলের ৭ উইকেট ফেলে দেওয়া নিশ্চিতভাবেই বড় কৃতিত্ব। কিন্তু, কাজটা শেষ করতে পারলে ভাল হত। ম্যাচ এখনও ৫০-৫০। শনিবার চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম রান দিয়ে বিপক্ষের ইনিংস শেষ করার। ৩৫০ রানের মধ্যে ইস্টবেঙ্গলকে বেঁধে রাখাটাই এখন কাজ’। ইডেনের ঘাসযুক্ত ও গতিময় উইকেট দেখেই অলরাউন্ডার সায়ক ঘোষকে খেলানো হয়েছে, জানিয়েছেন কাঞ্চন।

  দ্বিতীয় সকালে এখন ইস্টবেঙ্গলের লক্ষ্য যখন বোর্ডে আরও রান, টাউনের টার্গেট, যতটা সম্ভব কম রানে শেষ করে দেওয়া ইস্টবেঙ্গলের ইনিংস। তাদের তো চাই, উইকেট-নেওয়ার তিনটি বল!

  No comments