• Breaking News

  দিব্যেন্দুর আকাদেমি-দাবায় চ্যাম্পিয়ন দীপ্তায়ন

  শান্তনু ব্যানার্জি


  গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার দাবা আকাদেমির উদ্যোগে চারদিনের প্রতিযোগিতা শেষ হল মঙ্গলবার। মোট ৮৫২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ১২তম 'চেস ফর ইউথ' প্রতিযোগিতায় প্রিমিয়ার বিভাগে চ্যাম্পিয়ন দীপ্তায়ন ঘোষ। সবথেকে কমবয়সি প্রতিযোগী ছিল ৪ বছরের সৃজিতা দাস। বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেছেন, ‘এই টুর্নামেন্টের লক্ষ্য, প্রিমিয়ার গ্রুপের প্রতিযোগীরা যাতে গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে খেলার সুযোগ পেতে পারে। স্থানীয় দাবাড়ুদের দেশের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ করে দেওয়াটাই আকাদেমির লক্ষ্য।’
  দাবায় ভারতের উন্নতি এবং বিশ্বে অবস্থান নিয়ে খুশি দিব্যেন্দু। বললেন, ‘আমরা এখন দাবায় বিশ্বের ৩-৪টি সেরা দেশের মধ্যে আছি। ভারত এখন দাবায় সুপার পাওয়ার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনদন আমাদের দেশের। বিভিন্ন বয়সের দাবা প্রতিযোগিতা থেকে এশিয়াড এবং বিশ্ব দাবা প্রতিযোগিতাগুলো থেকে প্রচুর পদক আসছে। সব মিলিয়ে বলা যেতেই পারে দেশে দাবা খেলায় অসম্ভব পরিবর্তন এসেছে।’
  চ্যাম্পিয়ন দীপ্তায়নের এখন লক্ষ্য নিজের রেটিং বাড়ানো। ‘রেটিং এখন ২৫৭০। প্রথম লক্ষ্য ২৬০০-তে পৌঁছনো। তারপরে বিশ্বের সেরা ১০০য় জায়গা করে নেওয়া।’
  দাবায় আকৃষ্ট হওয়া প্রসঙ্গে দীপ্তায়ন জানিয়েছেন, ‘পড়াশুনোর সময়টুকু বাদ দিয়ে প্রথমে শুধু আনন্দের কথা ভেবেই শুরু করেছিলাম। পেশাদার দাবাড়ু হওয়ার কথা ভাবিইনি তখন।’ এখন পুরোপুরি পাল্টে গিয়েছে তাঁর জীবন। ‘দিনে ৫-৬ ঘন্টা অনুশীলন করি।’ তাঁর কাছে দাবা এখন চাপমুক্তির অন্যতম পথও। প্রিমিয়ার বিভাগে মোট ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন দীপ্তায়ন।

  No comments