• Breaking News

  ফরাসি ওপেনে শুরুতেই হার সানিয়ার

  রাইট স্পোর্টস ডেস্ক


  ফরাসি ওপেনের শুরুতেই ভারতের ছন্দপতন। মহিলাদের ডবলসে হেরে বিদায় নিলেন সানিয়া মির্জা ও ইয়ারোস্লাভা শেভেদোভা জুটি। চতুর্থ বাছাই সানিয়া-শেভেদোভাকে হারালেন তুলনায় অপরিচিত জুটি রাশিয়ার আনাস্তাশিয়া পাভলুচেনকোভা ও অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাবারিলোভা। ২ ঘণ্টা ২৩ মিনিটে ৬-৭, ৬-১ ও ২-৬ গেমে ম্যাচ হারলেন সানিয়া ও শেভেদোভা জুটি। তবে ভারতের পক্ষে সুখবর, পুরুষদের ডবলসে এগিয়েছেন রোহন বোপান্না।

  চতুর্থ বাছাই জুটি সানিয়া ও শেভেদোভা মাঝেমাঝে ছন্দে ফিরলেও সামগ্রিক পারফরম্যান্স মোটেই ভাল ছিল না। ফলে ম্যাচ চলাকালীন দুপক্ষই সুবিধাজনক অবস্থানে এলেও, শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয় ইন্দো-কাজাক জুটির।

  পুরুষদের ডবলসে উরুগুয়ের পাবলো কুবাসের সঙ্গে জুড়ি বেঁধে প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছেন রোহন। ফরাসি জুটি মাথাইস বোরগে ও পল অঁরি মাথিউকে সহজেই হারিয়ে দেন বোপান্নারা। ৫৩ মিনিটের ম্যাচের ফল ৬-১, ৬-১। নবম বাছাই বোপান্নারা এবার খেলবেন দ্বিতীয় রাউন্ডে।

  No comments