• Breaking News

  ইডেনের ব্যবস্থাপনা দেখতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ডিরেক্টর

  রাইট স্পোর্টস ডেস্ক

  ইডেন গার্ডেনস-এ তিনি নতুন অতিথি। ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ডিরেক্টর হাভিয়ের সেপ্পি এসেছিলেন ইডেনে। মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে। অবশ্য খেলা দেখা নয়, আসল উদ্দেশ্য ছিল ব্যবস্থাপনা দেখা।

  কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল হবে আগামী ২৮ অক্টোবর। তার আগে, কলকাতায়, অন্যতম বড় ম্যাচ কীভাবে আয়োজিত হচ্ছে, সরেজমিনে দেখতেই ইডেনে আগমন সেপ্পির।

  বললেনও, ‘কী করে কলকাতায় বড় ম্যাচ আয়োজিত হচ্ছে, দেখতেই এসেছিলাম ইডেনে। শুনেছি, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স-এর ম্যাচ আইপিএল-এ বেশ বড়। যেহেতু বিশ্বকাপের ফাইনাল হবে এই শহরেই, বিশেষ ব্যবস্থা নিতেই হবে। তার আগে একটা বড় ম্যাচে নিরাপত্তারক্ষীরা এবং পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে, দেখে নেওয়াটা জরুরি।’

  এর আগে আইপিএল-এর ম্যাচ দেখেননি। কিন্তু, কোনও কোনও ম্যাচ দেখতে যেতে পারেন, ইঙ্গিত দিলেন।

  ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতে শুরু হবে ৬ অক্টোবর। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। সেই দিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের ফাইনাল কলকাতায়।

  No comments