• Breaking News

  অবশেষে জাতীয় দলে দেবজিৎ‌!

  রাইট স্পোর্টস ডেস্ক


  পরিষ্কার জানিয়েছিলেন, দেবজিৎ মজুমদারকে কখনও ভারতীয় দলে নেবেন না। অন্তত তিনি যতদিন কোচ আছেন। কিন্তু, আইএসএল-এর পর আই লিগেও দুর্দান্ত পারফরম্যান্সের জোরে শেষ পর্যন্ত হার মানলেন স্টিভেন কনস্টানটাইন। এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য ভারতের জাতীয় দলের শিবিরে প্রাথমিক ৩৫ জনের দলে ডাক পেলেন মোহনবাগানের গোলরক্ষক।

  শনিবারই শিবিরের জন্য ৩৫ জন সম্ভাব্য ফুটবলারের নাম ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ স্টিফেন কনস্টানটাইন। সুনীল ছেত্রী চোট পেয়ে ফেডারেশন কাপের বাইরে। আশঙ্কা, আগামী সপ্তাহ তিনেক অন্তত বাইরেই থাকতে হবে। তবুও কনস্টানটাইনের দলে আছেন সুনীল। যদিও, প্রাথমিক দল, চূড়ান্ত দলে থাকবেন না ধরেই নেওয়া যায়। মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে শিবির শুরু ২০ মে। সেখানে জাতীয় দলের চিকিৎসকরা সুনীলকে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ১৩ জুন বেঙ্গালুরুতে কিরঘিজিস্তানের বিরুদ্ধে ভারতের বাছাইপর্বের ম্যাচ। সেই লক্ষ্যেই শিবির।

  এই ৩৫ জনে আছেন ৮ জন অনূর্ধ্ব ২২ ফুটবলার। ২৩ জনের চূড়ান্ত দলে জায়গা পাওয়া কঠিন। কনস্টানটাইন জানিয়েছেন, ‘শিবির হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ২১ জনকে ডাকা হয়েছে। প্রতিশ্রুতি মতো এএফসি কাপে ক্লাবের ম্যাচগুলির খেলা শেষ করে মোহনবাগান ও জেএসডব্লু বেঙ্গালুরু এফসি-র ফুটবলাররা যোগ দিলে তবেই শিবিরের দ্বিতীয় পর্ব শুরু হবে।’

  কোচ আরও জানিয়েছেন, ‘আমার কাছে যে কোনও শিবির মানেই প্লেয়ারদের আরও একবার দেখে নেওয়া। ওদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। মুম্বইয়ে শিবিরে সহযোগিতার জন্য এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল ও ডব্লিউআইএফএ-কে এবং আদিত্য থাকরে-কে অভিনন্দন জানাচ্ছি।’

  শিবিরে ডাক পাওয়া সম্ভাব্য ৩৫ জন ফুটবলার:
  গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, সুব্রত পাল, দেবজিৎ মজুমদার, অমরিন্দর সিং, অ্যালবিনো গোমস, বিশাল কাইথ (অনূর্ধ্ব ২২)
  ডিফেন্ডার : প্রীতম কোটাল, অর্ণব মন্ডল, সন্দেশ ঝিঙ্গান, আনাস এডাথোডিকা, ফুলগানকো কারডোজো, নারায়ণ দাস, অনূর্ধ্ব ২২ থেকে নিশু কুমার, চিনগ্লেনসানা সিং, লালরুয়াথারা, শুভাশিস বোস, জেরি লালরিনজুয়ালা
  মিডফিল্ডার : জ্যকিচাঁদ সিং, উদান্ত সিং, সেইত্যাসেন সিং, ইউজেনিসন লিংদো, রাওলিন বোর্জেস, কেভিন লোবো, মহম্মদ রফিক, ধনপাল গণেশ, মিলন সিং, হালিচরণ নারজারি, বিকাশ জাইরু, অনূর্ধ্ব ২২ থেকে লালদানমাউইয়া রালতে ও আইজ্যাক ভানমালসোয়ামা
  ফরোয়ার্ড : সুনীল ছেত্রী, জেজে লালপেখলুয়া, দানিয়েল লালিমপুইয়া, রবিন সিং, সিকে বিনীত

  No comments