• Breaking News

  মহমেডানের কোচ হওয়ার পথে বিশ্বজিৎ ভট্টাচার্য

  biswajit-bhattacharjeeশান্তনু ব্যানার্জি

  কলকাতা ময়দান জুড়ে জোর জল্পনা ২০১৭-১৮ ফুটবল মরশুমে মহমেডানের কোচ হতে চলেছেন বিশ্বজিৎ ভট্টাচার্য।

  গত মরসুমে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা গিয়েছিল ময়দানের পোড় খাওয়া এই প্রাক্তন ফুটবলারকে। চলতি বছরের জুলাই মাস থেকে শুরু হতে চলেছে কলকাতা প্রিমিয়ার লিগ। আর তার আগেই সাদা-কালো শিবির নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিল। বিশ্বস্ত সূত্রের খবর, বিশ্বজিৎ ভট্টাচার্যকে মহমেডান স্পোর্টিং ক্লাবের হেডকোচ হিসেবে রিক্রুট করা হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে সাদা-কালো ব্রিগেডের দায়িত্ব ঘোষণা কবে করা হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। লাল হলুদ শিবিরের কোচিং করানোর সময় ইস্টবেঙ্গলের ঘরোয়া ফুটবলে অনন্য নজির গড়েছিল। টানা ছয়বার কলকাতা লিগ জয় করে নিজেরাই নিজেদের ইতিহাস ভেঙ্গে নয়া  ইতিহাস গড়েছিল। বিশ্বের কোনও ক্লাব দলের নিজেদের ঘরোয়া টুর্নামেন্টে এমন নজির বড় একটা দেখা যায় না।

  কলকাতা প্রিমিয়ার লিগকে পাখির চোখ করে মহমেডান ক্লাব বিশ্বজিতের ওপর আস্থা রেখে তাকেই নিজেদের কোচ হিসেবে নিয়ে আসতে চলেছে। ময়দানে কোচ হিসেবে বিশ্বজিতের ফিরে আসা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এখন দেখার মহমেডান ক্লাব ম্যানেজমেন্ট কবে বিশ্বজিৎকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নয়া কোচ হিসেবে ঘোষণা করে।

  No comments