• Breaking News

  চেক প্রজাতন্ত্রে শুটিংয়ে ব্রোঞ্জ হিনা সিধুর

  রাইট স্পোর্টস ডেস্ক


  গ্রাঁ প্রি অফ লিবারেশন প্লেজন ২০১৭ চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের হিনা সিধু। এই প্রতিযোগিতায় মোট ৭টি পদক জিতল ভারত।

  প্রতিযোগিতার শেষ দিনে হিনার বিভাগে ছিলেন মোট ৮ জন প্রতিযোগী। হিনার পয়েন্ট ২১৮.৮। সোনা জিতেছেন গ্রিসের আন্না কোরাকাকি। ২৫ মিটার পিস্তলেও সোনা জিতেছেন তিনি।আন্নার পয়েন্ট ২৪৬.৩।

  চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায়ভারত জিতেছে ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ।

  ১০ মিটার এয়ারপিস্তল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছিলেন ভারতের নিবেথা পরমানন্থমও। তবে ফাইনালে তিনি শেষ করেন চতুর্থ স্থানে, হিনার পরে।

  অথচ ফাইনালে ওঠার পর্বে নিবেথা ছিলেন তৃতীয়, হিনা ছিলেন পঞ্চম স্থানে।এ মাসের শেষে মিউনিখে হবে রাইফেল ও পিস্তলের বিশ্বকাপ প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ। উদ্যোক্তা ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন।

  ফলে চেক প্রজাতন্ত্রের প্রতিযোগিতার ফলাফলে উজ্জীবিত হবে ভারতীয় দল।প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পৌঁছেছেন ভারতের আরও ৪ জন।

  মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থহয়েছেন পূজা ঘাটকার, পুরুষদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তলে ষষ্ঠ হয়েছেন গুরুপ্রীত সিং,  পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ফাইনালে সপ্তম হয়েছেন চেন সিং।

  অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী গগন নারাং এই প্রথম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁর নিজস্ব শুটিং অ্যাকাডেমি গান ফর গ্লোরির পক্ষ থেকে। নিজের খরচে ব্যক্তিগতভাবে।

  পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে চতুর্থ হয়েছেন তিনি।  এই ইভেন্টে ভারতের সুশীল ঘালে হয়েছেন পঞ্চম।

  পুরুষদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল টিমের পারফরম্যান্স ছিল দুরন্ত। এই বিভাগে নীরজ কুমার সোনা, হরপ্রীত সিং রুপো ও দীপক শর্মা জিতেছেন ব্রোঞ্জ।

  মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোনে প্রবীণ রাইফেল শুটার তেজস্বিনী সাবন্ত রুপো ও পুরুষদের ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন পেম্বা তামাং।

  No comments