• Breaking News

  প্রনীত ফাইনালে, সাইনার হার সেমিফাইনালেই

  রাইট স্পোর্টস ডেস্ক


  থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে হেরে গেলেন সাইনা নেহওয়াল। তবে ফাইনালে চলে গেলেন সাই প্রনীত।

  সেমি ফাইনালে থাইল্যান্ডের চতুর্থ বাছাই বুসানন ওঙ্গবামরুঙ্গফার কাছে ১৯-২১, ১৮-২১ হারেন সাইনা। তবে পান্নাউইট থোংনুয়ামকে ৩৬ মিনিটে ২১-১১, ২১-১৫ হারিয়ে ১ লক্ষ ২০ হাজার ডলারের থাইল্যান্ড ওপেনের গ্রাঁ প্রি-র ফাইনালে চলে গেলেন সাই প্রনীত। ফাইনালে ইন্দোনেশিয়ার চতুর্থ বাছাই জোনাথন ক্রিস্টির মুখোমুখি হচ্ছেন প্রনীত।

  বিশ্বের ২৪ নম্বর শাটলার প্রনীত প্রথম গেমে ছিলেন অপ্রতিরোধ্য। শুরুর কয়েক মিনিটের মধ্যেই গেম জিতে নেন তিনি। তবে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন থোংনুয়াম। প্রথমে ৬-৩ এগিয়ে যান থোংনুয়াম। তবে পরে ঘুরে দাঁড়িয়ে ১০-৩ এগিয়ে যান প্রনীত। এরপর ১০-১০ করে ফেলেন থোংনুয়াম। শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পর পর ৭ পয়েন্ট জিতে গেম বের করে নেন প্রনীত।

  বুসাননের বিরুদ্ধে প্রথম থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল সাইনাকে। প্রথম গেমে ১৭-১৩ এগিয়েও ছিলেন তিনি। কিন্তু এরপর দিশা হারিয়ে ফেলেন হায়দরাবাদি। বুসানন যখন জিতেছেন ৮ পয়েন্ট, তখন সাইনা জেতেন মাত্র ২ পয়েন্ট। দ্বিতীয় গেমেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, সাইনা ১৩-৯ এগিয়ে যান। তবে পর পর কয়েকটা ড্রপ শটে ১৮-১৮ করে ফেলেন বুসানন। শেষে ৩ পয়েন্ট জিতে ফাইনালে পৌঁছে যান তিনি। ফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাতচানক ইতাননের মুখোমুখি হবেন বুসানন। বিশ্বের ১১ নম্বর বাছাই সাইনা চারবার খেলেছেন বুসাননের সঙ্গে। এই প্রথম হারলেন তিনি।

  No comments